US Embassy

US Embassy: কাবুলে তালিবান ঢুকতেই গুরুত্বপূর্ণ নথি পোড়াল আমেরিকার দূতাবাস, শহর ছাড়লেন কর্মীরা

প্রস্তুত রাখা ছিল উদ্ধারকারী হেলিকপ্টার। তাতে চাপিয়েই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দূতাবাসের বেশির ভাগ কর্মীকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১৪:৪৮
Share:

কাবুলে আমেরিকার দূতাবাসের কর্মীদের উদ্ধার করা হচ্ছে চিনুক হেলিকপ্টারে। ছবি: পিটিআই।

তাঁরা বুঝতে পেরেছিলেন আর বেশি সময় নেই হাতে। যা করার তাড়াতাড়ি করে দেশ ছাড়তে হবে। তাই তালিবান কাবুলে ঢুকতেই যাবতীয় গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেললেন আমেরিকার দূতাবাসের কর্মীরা।

Advertisement

সূত্রের খবর, তালিবানের আগ্রাসী গতি লক্ষ্য করে রবিবার সকালেই আমেরিকার দূতাবাসে নির্দেশ আসে, যত তাড়াতাড়ি সম্ভব গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল নথি নষ্ট করে ফেলতে হবে। নির্দেশ আসার পর আর এক মুহূর্ত দেরি করেননি দূতাবাসের কর্মীরা।

প্রস্তুত রাখা ছিল উদ্ধারকারী হেলিকপ্টার। তাতে চাপিয়েই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দূতাবাসের বেশির ভাগ কর্মীকে। রবিবার সকালেই কার্যত কাবুল দখল করে ফেলে তালিবান। তাদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি মেনে এ বছর ৯ মার্চ থেকে সেনা সরাতে শুরু করে আমেরিকা। জুন মাসের শেষ দিকে সরাসরি আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে বাধে তালিবানের। আফগান বাহিনীকে পরাস্ত করে দেশের দক্ষিণ প্রান্ত থেকে এগোতে শুরু করে তালিবান। তার পর দেড় মাসের মধ্যেই কাবুল দখল নিল তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement