international news

হাজারেরও বেশি চিনা ছাত্রের ভিসা বাতিল করল আমেরিকা

তবে এর ফলে ভিসা নিয়ে আমেরিকার কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে যে চিনা ছাত্ররা এখন পড়াশোনা বা গবেষণা করছেন, তাঁদের কোনও অসুবিধা হবে না বলেও আশ্বাস দিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ১১:২১
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হতে পারে, এই কারণ দেখিয়ে এক হাজারেরও বেশি চিনা ছাত্র ও গবেষককে আমেরিকায় যাওয়ার ভিসা দিল না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বুধবার মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, ওই চিনা ছাত্র ও গবেষকদের ভিসার আবেদনগুলি বাতিল করা হয়েছে।

Advertisement

এই মুহূর্তে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিনা পড়ুয়ার সংখ্যা সাড়ে তিন লক্ষেরও বেশি।

মার্কিন বিদেশমন্ত্রকের এক মুখপাত্র গত কাল বলেন, ‘‘গত ২৯ মে প্রেসিডেন্ট ট্রাম্প যা ঘোষণা করেছিলেন, সেই মতোই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হংকংয়ের মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করার ব্যাপারে বেজিংয়ের পদক্ষেপের প্রেক্ষিতেই মে মাসে ওই ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে, এ বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত এক হাজারেরও বেশি চিনা ছাত্র, গবেষকের ভিসার আবেদন বাতিল করা হয়েছে। দেশের নিরাপত্তার পক্ষে ওই ছাত্র, গবেষকরা বিপজ্জনক হতে পারেন বিবেচনা করেই এই পদক্ষেপ।’’

Advertisement

তবে এর ফলে ভিসা নিয়ে আমেরিকার কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে যে চিনা ছাত্ররা এখন পড়াশোনা বা গবেষণা করছেন, তাঁদের কোনও অসুবিধা হবে না বলেও আশ্বাস দিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র।

আরও পড়ুন: কঙ্গনার অফিস ভাঙায় স্থগিতাদেশ বম্বে হাইকোর্টের

আরও পড়ুন: স্বেচ্ছাসেবকের অজানা অসুখ, স্থগিত অক্সফোর্ডের কোভিড টিকার ট্রায়াল

এর আগে মার্কিন হোমল্যান্ড সিকিওরিটি দফতরের তদারকি প্রধান চাদ উল্‌ফ বলেছিলেন, ‘‘চিনা সেনাবাহিনীর সঙ্গে যোগসাজশ রয়েছে এমন চিনা ছাত্র, গবেষকদের আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না। কারণ, তাঁদের মাধ্যমে করোনাভাইরাস-সহ বিভিন্ন ক্ষেত্রের গবেষণার তথ্যাদি চুরি করতে চাইছে চিন।’’

গত জুনে আমেরিকার এই সম্ভাব্য পদক্ষেপের বিরোধিতা করেছিল বেজিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement