US

ভারতে ঘুরতে গেলে সতর্ক হোন, কাশ্মীরে যাবেনই না, দেশের পর্যটকদের সতর্ক করল আমেরিকা

পাকিস্তানে ঘুরতে যাওয়া নিয়েও কড়া সতর্কবার্তা জারি করেছে আমেরিকার সরকার। সাম্প্রদায়িক হিংসা এবং জঙ্গি হামলার সম্ভাবনা থাকায় বেশ কয়েকটি প্রদেশে পর্যটকদের যেতেও নিষেধ করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ২৩:০৬
Share:

জম্মু-কাশ্মীর নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হলেও পূর্ব লাদাখ এবং তার রাজধানী লেহ্-তে যাওয়ার ক্ষেত্রে কোনও সতর্কতা জারি করা হয়নি।

ভারতে ঘুরতে গেলে আরও সতর্ক হোন। আর জম্মু-কাশ্মীরে তো ঘুরতে যাবেনই না। কারণ একটাই। অপরাধ এবং সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত। এই মর্মেই নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করল আমেরিকা। জম্মু-কাশ্মীর নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হলেও পূর্ব লাদাখ এবং তার রাজধানী লেহ্-তে যাওয়ার ক্ষেত্রে কোনও সতর্কতা জারি করা হয়নি।

Advertisement

আমেরিকার বিদেশ দফতর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘ধর্ষণের মতো অপরাধের ঘটনা বাড়ছে ভারতে। ওই দেশের বিভিন্ন রিপোর্টেই তার উল্লেখ রয়েছে। পর্যটন কেন্দ্রগুলিতেও যৌন হেনস্থার মতো ঘটনা ঘটছে। সেই কারণে পর্যটকদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন।’’ নির্দিষ্ট ভাবে জম্মু-কাশ্মীরের কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। পর্যটকদের বলা হয়েছে, ‘‘কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে ঘুরতে যাবেন না। ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে উত্তেজনা রয়েছে। সন্ত্রাসবাদ এবং অশান্তির ঘটনা ঘটে থাকে সেখানে।’’ এ-ও বলা হয়েছে, ‘‘যে কোনও সময় জঙ্গিরা হামলা চালাতে পারে। পর্যটনকেন্দ্রগুলিতে হামলা চালাতে পারে।’’

প্রসঙ্গত, পাকিস্তানে ঘুরতে যাওয়া নিয়েও কড়া সতর্কবার্তা জারি করেছে আমেরিকার সরকার। সাম্প্রদায়িক হিংসা এবং জঙ্গি হামলার সম্ভাবনা থাকায় বেশ কয়েকটি প্রদেশে পর্যটকদের যেতেও নিষেধ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement