‘কথা রাখুন ইমরান’

প্রধানমন্ত্রী পদে বসার পরে এই প্রথম আমেরিকা সফরে গিয়েছিলেন ইমরান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ০১:০৪
Share:

ক’দিন আগেই আমেরিকা সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদেশ সচিব মাইক পম্পেয়োর সঙ্গে বৈঠক সেরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এখন ইমরানের প্রতিশ্রুতি পালনের পালা বলে জানাল মার্কিন প্রশাসন। ইমরানের সফর প্রসঙ্গে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র মরগান ওরটেগাস একটি বিবৃতিতে বলেছেন, ‘‘আফগানিস্তানে শান্তি আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করি আমরা। প্রেসিডেন্টের সঙ্গে পাক প্রধানমন্ত্রীর নানা বিষয়ে আলোচনা হয়েছে। বিদেশ সচিবের সঙ্গেও উনি বৈঠক করেছেন। এখন সেই প্রতিশ্রুতি পালনেরই সময়।’’

Advertisement

প্রধানমন্ত্রী পদে বসার পরে এই প্রথম আমেরিকা সফরে গিয়েছিলেন ইমরান। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্রের মরগানের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প ও পম্পেয়োর সঙ্গে ইমরানের ‘প্রাথমিক’ পর্যায়ের কথাবার্তা হয়েছে। আফগানিস্তানে তালিবানের হাতে বন্দি মার্কিন ও অস্ট্রেলীয় নাগরিকদের উদ্ধারের ব্যাপারে পাকিস্তানের সহযোগিতা নিয়ে এগোচ্ছে আমেরিকা। মরগানের মন্তব্য, ‘‘ইমরান খানের কথাবার্তা ইতিবাচক। তবে কাজ হবে কি না, তার দিকে আমরা নজর রাখছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement