Accident in Jammu and Kashmir

নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল সেনার ট্রাক! মৃত্যু অন্তত চার জওয়ানের, আশঙ্কাজনক আরও তিন

জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়া নতুন ঘটনা নয়। গত বছর ডিসেম্বরে পুঞ্চে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে গিয়েছিল সেনার একটি গাড়ি। নভেম্বরেও একই ভাবে দুর্ঘটনা ঘটেছিল রাজৌরি জেলায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৬:৪৮
Share:

উদ্ধারকাজে অন্যান্য সেনাকর্মীরা। ছবি: এক্স (সাবেক টুইটার)।

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সেনাবাহিনীর ট্রাক। সেই দুর্ঘটনায় কমপক্ষে চার জওয়ানের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও তিন। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বান্দিপুর জেলায়।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বান্দিপুরের কুট পায়েন পাহাড়ি এলাকায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ট্রাক থেকে জওয়ানদের বার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন উদ্ধারকারী দলের সদস্যেরাই। তবে চার জনকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশ এবং সেনাকর্মীরা। দুপুর আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর।

জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়া নতুন ঘটনা নয়। গত বছর ডিসেম্বরে পুঞ্চে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে গিয়েছিল সেনার একটি গাড়ি। সেই দুর্ঘটনায় পাঁচ জন জওয়ানের মৃত্যু হয়। নভেম্বরেও একই ভাবে দুর্ঘটনা ঘটেছিল। রাজৌরি জেলায় সেনার গাড়ি খাদে পড়ে মৃত্যু হয়েছিল এক জওয়ানের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement