Covaxin

Covaxin: হু-র পর ওয়াশিংটনের সবুজ সঙ্কেত পেল কোভ্যাক্সিন, এ বার বিনা বাধায় ঢোকা যাবে আমেরিকায়

বুধবার ‘হু’-র বিশেষজ্ঞ কমিটির বৈঠকে কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ১৮:১৪
Share:

হু-র পর ওয়াশিংটনের সবুজ সঙ্কেত পেল কোভ্যাক্সিন

ভারত বায়োটেকের তৈরি কোভিড প্রতিষেধক কোভ্যাক্সিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ছাড়পত্র দেওয়ার পরই সবুজ সঙ্কেত দিল আমেরিকা। অর্থাৎ, ভারতে যাঁরা কোভ্যাক্সিন টিকা নিয়েছেন, এ বার তাঁরাও বিনা বাধায় আমেরিকা যেতে পারবেন। নতুন নিয়ম কার্যকর হবে আগামী ৮ নভেম্বর থেকে। ওই দিন থেকেই টিকাপ্রাপ্ত বিদেশিদের প্রবেশে অনুমতি দিয়েছে আমেরিকা।

এর ফলে কোভ্যাক্সিন টিকাপ্রাপ্ত ভারতীয়দের আর আমেরিকায় গিয়ে নিভৃতবাসে থাকতে হবে না। বুধবার ‘হু’-র বিশেষজ্ঞ কমিটির বৈঠকে কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। হু-র এই সিদ্ধান্তের পর শুধু আমেরিকা নয়, কোভ্যাক্সিনের দু’টি টিকা নিয়ে যাঁরা শিক্ষা বা চাকরির জন্য ইউরোপে যাওয়ার আবেদন করেছেন, তাঁদের পক্ষে অনুমতি পাওয়া সহজ হবে। সম্প্রতি অস্ট্রেলিয়াও ভারতে তৈরি কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে।

Advertisement

গত মে মাসেই প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক জানিয়েছিল, ভারত ও ব্রিটেনে পাওয়া করোনার দুই রূপের বিরুদ্ধেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম কোভ্যাক্সিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement