নারী নিপীড়নের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আফগানিস্তান। ছবি: রয়টার্স।
তালিবান শাসিত আফগানিস্তানেই মহিলাদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এ কথাই উঠে এল রাষ্ট্রপুঞ্জে। ওই আলোচনায় রাষ্ট্রপুঞ্জের আফগানিস্তান মিশনের প্রধান রোজা ওতুনবায়েভার একটি বিবৃতি পেশ করে জানান, নারী নিপীড়নের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আফগানিস্তান।
আফগানিস্তানের শাসকেরা ইচ্ছাকৃত ভাবে নারীদের পিছিয়ে রাখার নিয়মতান্ত্রিক প্রচেষ্টা চালাচ্ছেন বলেও ওই বিব়ৃতিতে বলা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সঙ্কটের মুখে দাঁড়িয়ে নারীদের উপর এই দমন–পীড়ন আফগানিস্তানের শাসকদের ‘আত্মঘাতী পদক্ষেপ’।
২০২১ সালের অগস্টে আফগানিস্তানে দ্বিতীয় বার ক্ষমতা দখলের পর প্রাথমিক ভাবে তালিবান জানিয়েছিল নারীদের অধিকার হরণের অভিপ্রায় তাদের নেই। কিন্ত পরবর্তী পর্যায়ে স্পষ্ট হয়ে যায় নব্বইয়ের দশকের প্রথম দফার শাসনের মতোই এ বারও তাদের লক্ষ্য, ইসলামের নামে কট্টরপন্থী শাসন প্রতিষ্ঠা করা। উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ সংকুচিত করার পাশাপাশি পর্দাপ্রথা বাধ্যতামূলক করা এমনকি, একা বাড়ির বাইরে বার হওয়ার উপরেও নানা বিধিনিষেধ জারি হয়েছে সেখানে।