Amit Shah

মানিকের শপথের দিনেই ত্রিপুরায় প্রদ্যোতের সঙ্গে বৈঠকে শাহ! বিজেপির সরকারে তিপ্রা মথা?

বিধানসভা ভোটের আগেও তিপ্রা মথাকে জোটে টানতে সক্রিয় হয়েছিলেন শাহ। বৈঠক করেছিলেন প্রদ্যোতের সঙ্গে। ‘বৃহত্তর তিপ্রাল্যান্ড’ ঘোষণার দাবিতে তিপ্রা নেতৃত্ব অনড় থাকায় সমঝোতা সম্ভব হয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ১৭:১৫
Share:

বিধানসভা ভোটের আগেও তিপ্রাকে জোটে টানতে সক্রিয় হয়েছিলেন শাহ। ছবি: সংগৃহীত।

ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকারের শপথের দিনেই জনজাতি দল তিপ্রা মথার সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই সঙ্গেই আবার জল্পনা তৈরি হল মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকারে তিপ্রার যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে।সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং বিজেপি সভাপতি জেপি নড্ডার উপস্থিতিতে জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মানিক। তাঁর সঙ্গেই বিজেপির ৭ এবং সহযোগী আইপিএফটির এক মাত্র বিধায়ক শুক্লাচরম নোয়াতিয়াও মন্ত্রী হিসাবে শপথ নেন। এর পর তিপ্রা প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেব বর্মনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন শাহ।

Advertisement

বিধানসভা ভোটের আগেও তিপ্রাকে জোটে টানতে সক্রিয় হয়েছিলেন শাহ। বৈঠক করেছিলেন ত্রিপুরার রাজপরিবারের বংশধর প্রদ্যোত এবং দলের সভাপতি বিজয় রাঙ্খলের সঙ্গে। কিন্তু জনজাতি সম্প্রদায়ের স্বার্থরক্ষায় ‘বৃহত্তর তিপ্রাল্যান্ড’ ঘোষণার দাবিতে তিপ্রা নেতৃত্ব অনড় থাকায় সমঝোতা সম্ভব হয়নি। সোমবার প্রদ্যোত ইতিমধ্যেই স্পষ্ট জানিয়েছেন, বর্তমান ত্রিপুরা রাজ্য ভেঙে পৃথক বৃহত্তর তিপ্রাল্যান্ড রাজ্য চান তাঁরা। যা, আয়তনের দিক থেকে হবে ভারতের তৃতীয় ক্ষুদ্রতম। ২০১১ সালের জনগণনা রিপোর্ট তুলে ধরে তাঁর দাবি, বাঙালিদের সংখ্যাবৃদ্ধির কারণে ত্রিপুরার আদি বাসিন্দা জনজাতিরা নিজভূমে পরবাসীতে পরিণত হয়েছেন। প্রসঙ্গত, ওই জনগণনা রিপোর্ট জানাচ্ছে, উত্তর-পূর্বের ওই রাজ্যের মোট ৩৬ লক্ষ ৭৪ হাজার নাগরিকের মধ্যে বাঙালি ২৪ লক্ষ ১৪ হাজার। অন্য দিকে, জনজাতি সম্প্রদায়ের মানুষ ৮ লক্ষ ৮৭ হাজার।

Advertisement

ত্রিপুরার ৬০টি বিধানসভা আসনের মধ্যে ২০টি জনজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। ২০১৮-র বিধানসভা নির্বাচনে এর মধ্যে ১০টিতে বিজেপি এবং ৮টিতে তার সহযোগী দল আইপিএফটি জয়ী হয়েছিল। এ বার ১৩টি জিতে নিয়েছে প্রদ্যোতের তিপ্রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement