Indian Athlete

জয়ের আগেই উচ্ছ্বাস! সোনা হারালেন ভারতীয় অ্যাথলিট

এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৫০০০ মিটার হাঁটা প্রতিযোগিতায় নিজের ভুলে প্রথম হওয়ার সুযোগ হারালেন নীতিন। জয়ের আগেই উচ্ছ্বাস করতে গিয়ে শেষ করলেন দ্বিতীয় স্থানে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ২৩:১৩
Share:
Nitin Gupta

এগিয়ে থেকেও হার নীতিন গুপ্তের। ছবি: এক্স।

অনূর্ধ্ব-১৮ অ্যাথলিট নীতিন গুপ্ত সোনা জিততে পারতেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৫০০০ মিটার হাঁটা প্রতিযোগিতায় নিজের ভুলে সেই সুযোগ হারালেন তিনি। জয়ের আগেই উচ্ছ্বাস করতে গিয়ে শেষ করলেন দ্বিতীয় স্থানে।

Advertisement

উত্তরপ্রদেশের নীতিন দ্বিতীয় স্থানে থাকা চিনের ঝু নিংহাওয়ের থেকে ৫০ মিটার এগিয়ে ছিলেন। কিন্তু হাঁটা শেষ করার আগেই উৎসব শুরু করে দিয়েছিলেন নীতিন। সেই সুযোগে তাঁকে হারিয়ে দেন ঝু। ২০ মিনিট ২১.৫০ সেকেন্ডে হাঁটা শেষ করেন তিনি। নীতিন শেষ করেন ২০ মিনিট ২১.৫১ সেকেন্ডে।

হেরে গিয়ে রুপো পেলেও নজির গড়েছেন নীতিন। দেশের প্রথম অ্যাথলিট হিসাবে এ বারের অনূর্ধ্ব-১৮ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন তিনি। ১৭ বছরের নীতিন অনূর্ধ্ব-২০ বিভাগে ৫০০০ মিটার হাঁটা প্রতিযোগিতায় বিশ্বরেকর্ডের অধিকারী। তিনি ১৯ মিনিট ২৪.৪৮ সেকেন্ডে হাঁটা শেষ করেছিলেন জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement