ইউক্রেনবাসীর চোখে তিনি ছিলেন ‘হিরো’। তিনি আবার কিভের ‘ঘোস্ট’ও বটে। যিনি মেঘনাদের মতো আড়াল থেকে রাশিয়ার বিরুদ্ধে বিমান নিয়ে হামলা চালিয়ে গিয়েছেন। একা হাতে ৪০টি রুশ যুদ্ধবিমান ধ্বংস করেছেন!
ফাইল ছবি
‘ঘোস্ট অব কিভ’-কে নিয়ে সমস্ত চর্চায় জল ঢেলে দিল ইউক্রেনের বিমানবাহিনী। এই রকম কোনও মানুষ আদপে ছিলেন না বলেই এক ফেসবুক পোস্টে দাবি করেছে বাহিনী। তাদের মতে সবটাই ‘গল্প কথা’।
ইউক্রেনবাসীর চোখে তিনি ছিলেন ‘হিরো’। তিনি আবার কিভের ‘ঘোস্ট’ও বটে। যিনি মেঘনাদের মতো আড়াল থেকে রাশিয়ার বিরুদ্ধে বিমান নিয়ে হামলা চালিয়ে গিয়েছেন। একা হাতে ৪০টি রুশ যুদ্ধবিমান ধ্বংস করেছেন!
কিভের সেই ‘ঘোস্ট’-এর প্রকৃতপক্ষেই মৃত্যু হয়েছে— দ্য টাইম-এর প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছিল। প্রতিবেদনে তাঁর পরিচয়ও প্রকাশ করা হয়েছিল।
ওই প্রতিবেদনে দাবি করা হয়, গত মাসেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে মারা গিয়েছেন ‘ঘোস্ট অব কিভ’। এমন কি তাঁকে মরণোত্তর বীরের সম্মানও দিয়েছিল ইউক্রেন।
কিন্তু এ বার ইউক্রেনের বিমান বাহিনী সেই দাবি উড়িয়ে দিল। তাদের দাবি, কিভের বাসিন্দারাই এই ধরনের গল্প কথা তৈরি করেছিলেন। ওই ফেসবুক পোস্টে সাধারণ মানুষকে এই ধরনের খবর ছড়ানো থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে। কোনও খবর ছড়ানোর আগে তা যাচাই করার জন্যও সাধারণ মানুষকে আবেদন জানানো হয়েছে।
ইউক্রেনের সামরিক কর্তারা বলেছেন দেশের সমস্ত বীর পাইলটই আসলে ‘ঘোস্ট অফ কিভ’!