প্রতীকী ছবি।
মোবাইলে টেক্সট মেসেজ পাঠিয়ে এক মহিলাকে অসম্মানের অভিযোগে সংযুক্ত আরব আমিরশাহিতে জরিমানা হল এক যুবকের। জরিমানার অঙ্ক ২০ হাজার দিরহাম (প্রায় সাড়ে ৩ লক্ষ ভারতীয় টাকা)।
আদালতে ওই মহিলার জানিয়েছিলেন, অভিযুক্ত যুবক তাঁকে টেক্সট মেসেজ করে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ করেছেন। পাশাপাশি, আপত্তিকর ছবিও পাঠিয়েছিলেন। যা একজন মহিলার পক্ষে চূড়ান্ত অবমাননাকর। ক্ষতিপূরণ হিসেবে ১ লক্ষ দিরহাম দাবি করেন তিনি।
অভিযুক্ত যুবক পাল্টা দাবি করেন, তাঁকে ভয় দেখিয়ে ৩৯ হাজার দিরহাম আদায় করতে চেয়েছিলেন ওই মহিলা। কিন্তু তা না পেয়ে ফৌজদারি আদালতে মামলা করেছেন। শেষ পর্যন্ত মহিলার আবেদন মেনে অবমাননাকর টেক্সট মেসেজ পাঠানোর অভিযোগে ওই যুবকের জরিমানা করেছে আমিরশাহির আদালত।