COVID 19

Covid-19: করোনায় দ্বিতীয়  ঢেউয়ে আক্রান্তদের এক-চতুর্থাংশের বয়স ১৮ থেকে ৩০ বছর

বুধবার প্রকাশিত সরকারি সমীক্ষা জানাচ্ছে, দ্বিতীয় ঢেউয়ের সংক্রমিতদের একটা বড় অংশ ৪৪ বছরের কম বয়সি

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৮:৩৩
Share:

প্রতিকী চিত্র।

ধরন বদলাচ্ছে করোনা সংক্রমণ। বুধবার প্রকাশিত সরকারি সমীক্ষা জানাচ্ছে, দ্বিতীয় ঢেউয়ের সংক্রমিতদের একটা বড় অংশ ৪৪ বছরের কম বয়সি। মে মাসে আক্রান্তদের ২৬ শতাংশেরও বেশি মানুষের বয়স ১৮ থেকে ৩০ বছর বলে জানানো হয়েছে ওই পরিসংখ্যানে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য জানাচ্ছে, মে মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে আক্রান্তদের ২৬.৫৮ শতাংশের বয়স ছিল ১৮ থেকে ৩০। ৮-১৪ মে আক্রান্তদের মধ্যে ১৮-৩০ বছর বয়সিদের হার ২৫.৮৯ শতাংশ। মে মাসের ১৫ থেকে ২১ তারিখের মধ্যে তা আরও কিছুটা কমে ২৫.৬৪ শতাংশ।
একই ধারা দেখা গিয়েছে ৩১ থেকে ৪০ বছর বয়সিদের ক্ষেত্রেও। মে মাসের প্রথম সপ্তাহে মোট আক্রান্তদের মধ্যে ২৩.১২ শতাংশ, দ্বিতীয় সপ্তাহে ২২.৭৯ শতাংশ এবং তৃতীয় সপ্তাহে ২২.৫৮ শতাংশ এই বয়সসীমাভুক্ত। চিকিৎসাবিজ্ঞানীদের একাংশের মতে, মাসের গোড়ায় দেশজুড়ে ১৮-৪৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হওয়ার কারণেই সংক্রমণ কিছুটা কমেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement