চার্চে বন্দুক হানা টেক্সােস

রবিবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ প্রার্থনা চলাকালীন এক চার্চে ঢুকে পড়ে এক বন্দুকবাজ।

Advertisement

সংবাদ সংস্থা

টেক্সাস শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ০৫:০৯
Share:

প্রতীকী ছবি

ফের বন্দুকবাজের হামলা টেক্সাসে। রবিবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ প্রার্থনা চলাকালীন এক চার্চে ঢুকে পড়ে এক বন্দুকবাজ। তার ছোড়া গুলিতে গুরুতর জখম হন দু’জন। মিনিটখানেকের মধ্যেই চার্চের এক নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হয় ওই বন্দুকবাজ। পরে হাসপাতালে মৃত্যু হয় গুলিবিদ্ধ দু’জনেরও। হামলার কারণ নিয়ে ধোঁয়াশায় তদন্তকারীরা। ওই প্রার্থনা অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখানো হচ্ছিল। ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, চার্চে বসার আসন থেকে উঠে এসে পাশে দাঁড়িয়ে থাকা এক জনকে কিছু একটা জিজ্ঞেস করে বন্দুকবাজটি। তিনি উপস্থিত এক জনকে দেখিয়ে দিতেই সেই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে সে। এর পর যাঁর সঙ্গে সে আগে কথা বলেছিল তাঁকে গুলি করে বন্দুকবাজটি। এর পরই নিরাপত্তারক্ষীর ছোড়া গুলিতে লুটিয়ে পড়ে সে। যে দু’জন নিহত হয়েছেন তাঁদের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। গোপন রাখা হয়েছে বন্দুকবাজের পরিচয়ও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement