টেলিভিশনে লাইভ অনুষ্ঠান চলার সময়ে আততায়ীর গুলিতে নিহত হলেন দুই সাংবাদিক। বুধবার আমেরিকার ভার্জিনিয়ায় ঘটনাটি ঘটেছে। নিহত সাংবাদিকের নাম অ্যালিসন পার্কার (২৪) এবং অ্যাডম ওয়ার্ড (২৭)। অ্যাডম চিত্রসাংবাদিক। মার্কিন প্রশাসন সূত্রে খবর, আততায়ীর গাড়ির নম্বর চিহ্নিত করা সম্ভব হয়েছে। যে মহিলার সাক্ষাত্কার নেওয়া হচ্ছিল তিনি বেঁচে গিয়েছেন বলে ভার্জিনিয়ার পুলিশ জানিয়েছে।
ভার্জিনিয়ার স্মিথ মাউন্টেন লেকের একটি শপিং সেন্টারের কাছে একটি লাইভ অনুষ্ঠানে সাক্ষাৎকার নিচ্ছিলেন অ্যালিসন পার্কার। কেনাকাটি ও ভ্রমণ নিয়ে এই অনুষ্ঠানটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ছয় থেকে আট বার গুলি চালানোর শব্দ শোনা যায়। লুটিয়ে পড়েন অ্যালিসন। একই সঙ্গে ক্যামেরাও মাটিতে পড়ে যায়। তখনও দুই সাংবাদিকের আর্ত চিৎকার শোনা যাচ্ছিল। লুটিয়ে পড়া ক্যামেরাই আততায়ীকে পালিয়ে যেতে দেখা যায়। আততায়ী কালো প্যান্ট ও নীল জামা পড়েছিল। তার হাতের বন্দুকও ক্যামেরায় ধরা পড়ে। আততায়ীকে ধরার জন্য জোর তল্লাশি চলছে।