Plane Crash

কানাডায় বিমান দুর্ঘটনা, মৃত্যু দুই ভারতীয় শিক্ষানবিশ পাইলটের

কানাডার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, শনিবার বিমানটি ঝোপের মধ্যে ভেঙে পড়ে। দুই ভারতীয় ছাড়াও আরও এক পাইলট ছিলেন ওই বিমানে। তাঁরও মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

অটোয়া শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ ১৩:২২
Share:

ছবি: সংগৃহীত।

কানাডায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভারতীয় শিক্ষানবিশ পাইলটের। শনিবার কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে ভেঙে পড়ে বিমানটি। মৃত অভয় গডরু এবং যশ বিজয় রামুগড়ে মুম্বইয়ের বাসিন্দা।

Advertisement

কানাডার পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, শনিবার বিমানটি ঝোপের মধ্যে ভেঙে পড়ে। দুই ভারতীয় ছাড়াও আরও এক পাইলট ছিলেন ওই বিমানে। তাঁরও মৃত্যু হয়েছে। কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা জানা যায়নি। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কলম্বিয়া প্রদেশে খলিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জরের হত্যাকাণ্ড ঘিরে উত্তপ্ত ভারত এবং কানাডার সম্পর্ক। কয়েক দিন আগে সে দেশের পার্লামেন্টে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন যে, হরদীপের হত্যায় ভারতীয় এজেন্টরা জড়িত। তার পরেই দুই দেশের সম্পর্কে চিড় ধরে। ট্রুডোর অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। এই পরিস্থিতির মধ্যে সে দেশে বিমান দুর্ঘটনায় দুই ভারতীয় শিক্ষানবিশ পাইলটের মৃত্যু হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement