Pregnant

বিমানবন্দরে অতিরিক্ত ফি এড়াতে ‘গর্ভবতী’ হলেন মহিলা সাংবাদিক!

লাগেজ ফি এড়ানোর জন্য অনেকেই অদ্ভুত উপায়ের শরণাপন্ন হন। সেই ফি এড়ানোর জন্য সম্প্রতি অস্ট্রেলিয়ার ভ্রমণ-সাংবাদিক রেবেকা অ্যান্ড্রুজ বিচিত্র কাণ্ড ঘটিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ১৬:১৭
Share:

লাগেজ ফি এড়াতে ’গর্ভবতী‘ সাজলেন মহিলা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

নির্দিষ্ট ওজনের অতিরিক্ত জিনিসপত্র নিয়ে বিমানে ভ্রমণ করলে অতিরিক্ত ফি দিতে হয়। লাগেজ ফি এড়ানোর জন্য অনেকেই অদ্ভুত উপায়ের শরণাপন্ন হন। সেই ফি এড়ানোর জন্য সম্প্রতি অস্ট্রেলিয়ার ভ্রমণ-সাংবাদিক রেবেকা অ্যান্ড্রুজ বিচিত্র কাণ্ড ঘটিয়েছেন। সেই ঘটনার ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ব্যাগ ভর্তি হওয়ার পরও ল্যাপটপ, চার্জার, কয়েকটি পোশাক রয়ে গিয়েছিল। ল্যাপটপটি পিঠে নিয়ে নিলেন তিনি। আর ল্যাপটপের চার্জার কাপড়ে জড়িয়ে ভরে নিলেন জামার উপর পেটের নীচে। আর তা দেখে মনে হচ্ছে বেবি বাম্প। এ ভাবেই গর্ভবতী সাজলেন ওই সাংবাদিক। তার পর বাকি পোশাক পরে নিলেন।

এই সাজেই তিনি উঠেছিলেন অস্টেলিয়ার ঘরোয়া উড়ান সংস্থা জেটস্টারের বিমানে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ভ্রমণ বিষয়ে খবর করা ওই সাংবাদিক বলেছেন, ‘‘মহিলারা সন্তান ধারণ করতে পারে। এই কথা মাথায় আসতেই আমি গর্ভবতী সেজেছিলাম। সেই সাজ আমার ৬০ মার্কিন ডলার লাগেজ ফি বাঁচিয়ে দিল।’’ দেখুন কী ভাবে সেজেছিলেন ওই সাংবাদিক-

Advertisement

When you don’t want to pay the excess for overweight carry on #travelhack #flighthacks #getpreg

A post shared by Rebecca Andrews (@thebecandrews) on

আরও পড়ুন: ২১ বছর আগে চুরি যাওয়া মেয়েকে ফিরিয়ে দিল একটা সেলফি!

আরও পড়ুন: সঙ্গমের সময় খাট ভেঙেছে মেয়ে, দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইল মা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement