দুর্ঘটনা ঘটতে চলেছে— এই কথাটা বলার সময় পেয়েছিলেন মাত্র কয়েক সেকেন্ড। চালকের আসন থেকে দৌড়ে এসে যাত্রীদের ট্রেনের ফ্লোরে শুয়ে পড়তে বলেন। তত্ক্ষণাত্ যাত্রীরাও নিজেদের বাঁচানোর জন্য ব্যবস্থা করে নেন। কিন্তু কী হয়েছে বুঝে ওঠার আগেই একটা প্রবল আওয়াজ। তার পরই সব শান্ত। দেখা গেল ট্রেনের জানলার কাচ ভেঙে চৌচির। যাত্রীরাও তত ক্ষণে সম্বিত্ ফিরে পেয়েছেন। টেরও পেয়েছেন কী হয়েছে। পোল্যান্ডে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় একটি যাত্রীবাহী ট্রেন। এবং একেবারেই চালকের বাহাদুরিতে।
ঘটনাটা ঠিক কী হয়েছিল?
ট্রেন তখন দ্রুত গতিতে চলছে। যাত্রীরা কেউ ঘুমোচ্ছেন, কেউ গান শুনছেন আবার কেউ বা গল্পে মশগুল। এর মধ্যে হঠাত্ই চালককে দৌড়ে আসতে দেখা গেল। শুধু চিত্করা করে যাত্রীদের ট্রেনের ফুটবোর্ডে শুয়ে পড়তে বললেন। কয়েক সেকেন্ড সময় পেয়েছিলেন যাত্রীদের সতর্ক করতে। তার পরই বিকট একটা আওয়াজ। আসলে, একটি লেভেল ক্রসিংয়ে একটা ট্রাক আটকে যায়। লাইনের উপর ট্রাকের পিছনের দিকটা ছিল। সামনেই বিপদ বুঝতে পেরে নিজের আসন ছেড়ে চালক যাত্রীদের সতর্ক করতে ছুটে আসেন। ট্রেনটি সজোরে ধাক্কা মারে ওই ট্রাকটিতে। প্রচণ্ড একটা ঝাঁকুনি হয়। যাত্রীরা ভয়ে আঁতকে ওঠেন। ভয়ানক এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
দেখুন ভিডিও: