Arrest

পুলিশি তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট, মুর্শিদাবাদে গ্রেফতার দুই

ধৃতদের নাম নুর মহম্মদ শেখ ও মহম্মদ আতাউর। নুরের বাড়ি রঘুনাথগঞ্জ থানার বাণীপুর ও আতাউরের বাড়ি উমরপুরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০২:৩৩
Share:

সবগুলি জাল নোটই ছিল ৫০০ টাকার। প্রতীকী চিত্র।

জাল নোট পাচার করতে গিয়ে মুর্শিদাবাদে গ্রেফতার দুই ব্যক্তি। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৬৫ হাজার টাকার জাল নোট। ধৃতদের নাম নুর মহম্মদ শেখ ও মহম্মদ আতাউর। নুরের বাড়ি রঘুনাথগঞ্জ থানার বাণীপুর ও আতাউরের বাড়ি উমরপুরে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্র মারফত তারা খবর পায়, রঘুনাথগঞ্জ থানা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে এমডিআই মোড়ের কাছে নুর ও আতাউর বিপুল পরিমাণ জাল নোট নিয়ে এসেছিলেন এক ব্যক্তিকে হস্তান্তর করার জন্য। এর পরেই সাদা পোশাকে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৬৫ হাজার টাকার জাল নোট। সবগুলি নোটই ছিল ৫০০ টাকার।

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘‘ধৃতেরা কোথা থেকে এই জাল নোট পেয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। আগামিকাল তাদের পুলিশি হেফাজতের আবেদন করে জঙ্গিপুর আদালতে হাজির করানো হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement