Train accident

বাংলাদেশে ট্রেন দুর্ঘটনা, ময়মনসিংহে লাইনচ্যুত হল এক্সপ্রেস, ব্যাহত রেল পরিষেবা

শনিবার সকালে ময়মনসিংহে একটি এক্সপ্রেস ট্রেনের কামরা বেলাইন হয়েছে। যার জেরে ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

ঢাকা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১১:৩০
Share:

বাংলাদেশে লাইনচ্যুত হল এক্সপ্রেস ট্রেন। এর জেরে বিঘ্নিত হয়েছে রেল চলাচল। ছবি সংগৃহীত।

বাংলাদেশের ময়মনসিংহে লাইনচ্যুত হল এক্সপ্রেস ট্রেন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায়। চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেসের একটি কামরা বেলাইন হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, দুর্ঘটনার জেরে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, গৌরীপুর, মোহনগঞ্জ ও ঝারিয়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।

শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে শম্ভুগঞ্জ এলাকায় নাসিরাবাদ এক্সপ্রেসের একটি কামরা লাইনচ্যুত হয়। এর ফলে ওই এলাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, এক্সপ্রেসের একটি কামরার ৪টি চাকা লাইনচ্যুত হয়। যার জেরেই দুর্ঘটনা ঘটে।

Advertisement

কিছু দিন আগেও ময়মনসিংহ এলাকায় ট্রেন বেলাইন হয়েছিল। গত রবিবার সকালে ময়মনসিংহের বিলাসপুরে একটি মালগাড়ির কামরা লাইনচ্যুত হয়েছিল। যার জেরে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement