গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
সংখ্যালঘু নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশের একাংশ। অভিযোগ, সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হচ্ছে। ভাঙচুর করা হচ্ছে সংখ্যালঘুদের বাড়িঘর। সেই অভিযোগে পথে নেমেছে বাংলাদেশের সংখ্যালঘুরা। প্রতিবাদের আঁচ এসে পড়েছে ভারতেও। দিকে দিকে বিক্ষোভ, প্রতিবাদ চলছে। সেই আবহে ত্রিপুরায় থাকা বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার ঘটনার অভিযোগও ওঠে। তার পরই বাংলাদেশ প্রশাসন ভারতে থাকা দুই কূটনীতিককে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।
সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ বাংলাদেশে, বিতর্ক ও ভারতের অবস্থান
এই পরিস্থিতিতে কী পদক্ষেপ করবে মুহাম্মদ ইউনূস প্রশাসন? ভারত সরকারই কী অবস্থান নেবে? আজ দিনভর নজর থাকবে সেই খবরের দিকেই। শুক্রবারও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উত্তেজনার পরিস্থিতি বজায় ছিল। দিকে দিকে আগুন জ্বলার অভিযোগ উঠেছে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে চট্টগ্রামের বিক্ষোভ চলাকালীন আইনজীবীর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার আরও এক জনকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। সন্ন্যাসীর গ্রেফতারি, সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। আগামী ৯ ডিসেম্বর ভারতের বিদেশসচিব বাংলাদেশে যাবেন বলেও খবর।
জেল থেকে কি ‘কালীঘাটের কাকু’ বেরোতে পারবেন
ইডির মামলায় কলকাতা হাই কোর্ট থেকে জামিন পেয়ে গিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। কিন্তু শুক্রবারই তাঁর ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ (সশরীরে হাজির করানোর নির্দেশ) চেয়ে নিম্ন আদালতে নতুন করে আবেদন করে সিবিআই। ফলে ‘কাকু’র জেলমুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নিম্ন আদালতে তাঁকে আগামী ৯ ডিসেম্বর হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে। তার আগে তিনি জেল থেকে বেরোবেন না কি ৯ তারিখ পর্যন্ত জেলেই থাকবেন, এখনও তা স্পষ্ট নয়। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
জয়নগরকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি কি হাই কোর্টে যাবেন
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শুনিয়েছে বারুইপুর আদালত। বৃহস্পতিবার ওই মামলায় মূল অভিযুক্ত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করেছিলেন বারুইপুরের ফাস্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। এর পর শুক্রবার রায় ঘোষণা করেন তিনি। পাশাপাশি, মৃতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে কি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হবেন সাজাপ্রাপ্ত? আজ নজর থাকবে সেই খবরে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন
৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ চতুর্থ দিন। শহরে বলিউড তারকাদের ভিড়। এসেছিলেন ইমতিয়াজ় আলি, বিদ্যা বালন, আর বাল্কি, ওনির, রিমা দাস। শহরকে ভালবেসে তাকে নিয়ে ছবি বানাতে আগ্রহী ইমতিয়াজ়। বাংলা ছবিতে আবারও ফিরতে চান বিদ্যা। ছবি দেখতে এসেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।
দক্ষিণবঙ্গে পারদপতন, উত্তরবঙ্গে বৃষ্টি হবে কি
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরে আবার পারদ চড়বে। আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আট জেলায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আজ থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। এ ছাড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।