গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ, বিতর্ক ও ভারতের অবস্থান
বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে গত কয়েক দিনে। সে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। পাল্টা ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে খোঁচা দিয়েছে বাংলাদেশও। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারত সরকারের উচিত রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিবাহিনী পাঠানোর অনুরোধ করা। মমতার মন্তব্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভারতেরই শান্তিবাহিনী প্রয়োজন বলে পাল্টা বলেছে ঢাকা। চিন্ময়কৃষ্ণ এখনও বাংলাদেশের জেলে বন্দি। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। চট্টগ্রাম আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। তাঁর হয়ে আদালতে কোনও আইনজীবী লড়তে চাননি। এক মাস পিছিয়ে গিয়েছে সেই শুনানি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বাংলাদেশে সংখ্যালঘুদের সমস্যা নিয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। কী ভাবে এই সমস্যার সমাধান সম্ভব, সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চেয়েছেন তিনি। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
দুই দাবিতে স্বাস্থ্য ভবন পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিল
আজ স্বাস্থ্য ভবন পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছে ‘জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিটে রাজ্য সরকার কেন ‘ছাড়পত্র’ দেয়নি এবং ‘হুমকি সংস্কৃতি’ (থ্রেট কালচার)-তে অভিযুক্ত চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হল না— মূলত এই দুই প্রশ্ন তুলে মিছিলের ডাক দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তারদের সংগঠন জানিয়েছে, আজ দুপুর ৩টেয় ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সামনে জমায়েত করা হবে। তার পর সেখান থেকে মিছিল করে যাওয়া হবে স্বাস্থ্য ভবন পর্যন্ত। মিছিলে অংশ নেওয়ার জন্য চিকিৎসক-নার্স-সহ সকল স্বাস্থ্যকর্মীদের সংগঠন তো বটেই, সাধারণ মানুষের কাছেও আহ্বান জানানো হয়েছে।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
সংসদে ২ কক্ষে অধিবেশন, সুস্থিতি কি বজায় থাকবে
আজ সংসদের উভয় সভায় অধিবেশন রয়েছে। লোকসভায় বিরোধীরা অন্য দিনের মতোই সরকারকে বিভিন্ন প্রশ্নে কোণঠাসা করার চেষ্টা করবেন। বিরোধী সাংসদদের বাধাদানে শীতকালীন অধিবেশেনের প্রথম কয়েক দিন ব্যহত হয়েছে কাজকর্ম। আজ সংসদের অধিবেশনের দিকে নজর থাকবে।
কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি ফিরহাদের
আজ বিকেলে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি রয়েছে। মেয়র ফিরহাদ হাকিম শহরবাসীর আরও কাছাকাছি পৌঁছে যেতে প্রতি সপ্তাহে ‘টক টু মেয়র’ কর্মসূচি করেন। পুরসভায় নিজের দফতরে বসেই শহরবাসীর সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। তাঁদের সমস্যা এবং অভিযোগের কথা শোনেন। আজ বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত চলবে মেয়র ফিরহাদের ‘টক টু মেয়র’ কর্মসূচি। এর পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠকও করবেন তিনি। সেখানে উঠে আসতে পারে বাংলাদেশের পরিস্থিতির কথা। সম্প্রতি কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের অদূরে বিক্ষোভ হয়েছে। যদিও পুলিশ বিক্ষোভকারীদের উপদূতাবাসের কিছুটা দূরেই আটকে দেয়। পাশাপাশি, বিধানসভার অধিবেশনে কলকাতা পুরসভা সংক্রান্ত বিল পেশ হওয়ার কথা রয়েছে। সেই প্রসঙ্গেও আজ নিজের মতামত জানাতে পারেন মেয়র।
পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা, রাজ্যে শীতের ইনিংস শুরু কবে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষে ১৫ ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ। পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রিতে নেমে যেতে পারে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপটেই রাতের পারদ নামতে পারে দক্ষিণবঙ্গে। এমনকি, দার্জিলিং ও কালিম্পঙের উঁচু জায়গাগুলিতে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আজ ও শনিবার। রবিবার থেকে পর পর তিন দিন দার্জিলিং ও কালিম্পঙের উঁচু জায়গাগুলিতে হালকা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।