জিম ম্যাটিস ও নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।
বিশ্ব জুড়ে শান্তি ও সমৃদ্ধি রক্ষায় সচেষ্ট যাঁরা, তাঁদের পাশেই দাঁড়াতে চায় আমেরিকা। দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি রক্ষায়, ৪০ বছর একটানা কাজ করছে যে দেশ, তাঁদের পাশে তো দাঁড়াতেই হবে।
আফগানিস্তানে যুদ্ধ প্রসঙ্গে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস। বললেন, ‘‘আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে তালিবানদের সঙ্গে কথা বলা জরুরি। আর সে প্রক্রিয়ায় পাকিস্তানকে পাশে থাকতেই হবে।’’
তাঁর কথায়, ‘‘পাকিস্তানকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেই হবে।’’
পেন্টাগনে সোমবারে একটি সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপুঞ্জ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘানির নাম উল্লেখ করেন জিম। বলেন, ‘‘নরেন্দ্র মোদী, আশরফ ঘানি ও রাষ্ট্রপুঞ্জ শান্তিপ্রক্রিয়ায় সহায়তা করছে, তাঁরাই সুন্দর পৃথিবী গড়ে তুলতে সাহায্য করছেন।’’
আরও পড়ুন: পাঁচ বছরে আটটি ডুবোজাহাজ, ভারত মহাসাগরে চিনের উপস্থিতিতে উদ্বেগ বাড়ছে দিল্লির
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনের বক্তৃতাও ছিল ওই দিন। তাঁকে স্বাগত জানিয়ে জিম বলেন, ‘‘আমরা দায়িত্বশীল রাষ্ট্রের পক্ষে, শান্তির পক্ষে। বিশেষ করে এশিয়া-সহ গোটা উপমহাদেশে নরেন্দ্র মোদীর মতো যাঁরা আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় সহায়তা করেছেন। তাঁদের পাশে সবসময় রয়েছি।’’
আরও পড়ুন: ‘মার মার করে ওরা ছুটে আসছিল, প্রাণ বাঁচাতে স্যরকে ছেড়েই পালাই’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানকে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ার কাজে সমর্থন চেয়ে চিঠি দিয়েছিলেন। সাংবাদিকরা জিমকে প্রশ্ন করেছিলেন এই বিষয়ে। তখনই জিম বলেন, আফগানিস্তানকে রক্ষা করত সবসময় চেষ্টা করছে আমেরিকা। এই প্রসঙ্গেই নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করে তাঁর পাশে থাকার কথাও বলেন মার্কিন প্রতিরক্ষা সচিব।
প্রেসিডেন্ট ঘানি এবং প্রধানমন্ত্রীর মোদীর ঘনিষ্ঠতা পাকিস্তানের চিন্তার বড় কারণ। তাই ম্যাটিসের বক্তব্য অত্যন্ত জরুরি বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
(সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)