IS

কেরল, কর্নাটকে বড় ঘাঁটি গাড়ছে আইএস জঙ্গিরা, সতর্ক করছে রাষ্ট্রপুঞ্জ

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, মায়ানমার, বাংলাদেশ,পাকিস্তান এবং ভারতের প্রায় ১৫০-২০০ জঙ্গি আকিস-এর হয়ে কাজ করছে।

Advertisement

সংবাদ সংস্থা

রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ২৫ জুলাই ২০২০ ১৭:৫০
Share:

ইসলামিক স্টেট (আইএস)। প্রতীকী ছবি।

কেরল ও কর্নাটকে ইসলামিক স্টেট (আইএস)-এর বেশ কিছু জঙ্গি জড়ো হয়েছে। এমনই একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। ভারতীয় উপমহাদেশের আল-কায়দা জঙ্গিরা ওই অঞ্চলে হামলা চালাতে পারে বলে একই সঙ্গে তারা সতর্কবার্তা দিয়েছে।

Advertisement

আইএস, আল-কায়দা এবং তাদের শরিক জঙ্গিগোষ্ঠীগুলো সম্পর্কে কাজ করে রাষ্ট্রপুঞ্জের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম। তাদের ২৬তম রিপোর্টে ওই মনিটরিং টিম দাবি করেছে, তালিবানের ছত্রছায়ায় থেকে নিমরুজ, হেলমন্দ এবং কন্দহর থেকে ভারতীয় উপমহাদেশে সক্রিয় নেটওয়ার্ক চালাচ্ছে আল-কায়দা। ভারতীয় উপমহাদেশে যার নাম আল-কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (আকিস)।

গত বছরের মে-তে আইএস তাদের সংবাদপত্র ‘আমাক’-এ দাবি করেছিল ভারতকে নতুন শাখা খুলেছে তারা। সেই নতুন শাখার নামও প্রকাশ করেছিল আইএস। শাখাটির নাম ‘উইলাহা অব হিন্দ’। যদিও জম্মু-কাশ্মীর পুলিশ এই দাবিকে পুরোপুরি খারিজ করে দেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement