টিকা নিলেই বিনামূল্যে পিৎজা! সঙ্গে কেক, পেস্ট্রি, কফি তো রয়েইছে। এক পানশালা আবার বিনামূল্যে মদ্যাপানেরও সুযোগ দিচ্ছে!
সাধারণের মধ্যে টিকা নিয়ে ভীতি দূর করতে এমনই অভিনব সব উদ্যোগ নিল ইজরায়েলের একটি শহর।
ইজরায়েলের শহর তেল আভিভ। সম্প্রতি কোভিড ১৯ টিকা কেন্দ্রগুলিতে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করতে সেখানকার প্রশাসন এমন অভিনব পরিকল্পনা করেছে।
তেল আভিভ শহরের দু’টি কেন্দ্রে করোনা টিকা দেওয়ার পর্ব চলছে। একটি স্থানীয় রেস্তোরাঁর সঙ্গে চুক্তি করে এই দু’টি কেন্দ্রেই নানা সুস্বাদু পদের জোগান দিচ্ছে প্রশাসন।
বহু আগে থেকেই এই অতিমারি থেকে বাঁচতে টিকার প্রয়োজনীয়তার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা। তা সত্ত্বেও অনেকেই টিকা নিতে ভয় পাচ্ছেন।
আবার বিশেষ করে তরুণ প্রজন্ম যাঁদের করোনাভাইরাস থেকে ভয় কম তাঁরাও অনেকে টিকা নিতে অনীহা দেখাচ্ছেন।
তেল আভিভ প্রশাসনের উদ্দেশ্য এই সমস্ত সুস্বাদু পদের প্রচার করে সাধারণ মানুষকে টিকা কেন্দ্রে নিয়ে আসা। কী কী পদ থাকছে মেনুতে?
সুস্বাদু মেনুর সবচেয়ে বড় আকর্ষণ হল পিৎজা। এ ছাড়াও কফি, হামাস, পেস্ট্রি রয়েছে। নিজের পছন্দমতো পদ বেছে নিতে পারেন।
এ ছাড়া টিকার জন্য খুব কড়া নিয়ম চালু করেছে ইজরায়েল। টিকা নিলে তবেই পানশালা, রেস্তরাঁ এবং জিমে প্রবেশের অনুমতি মিলছে। অনেক শপিং মলও একই নিয়মে চলছে।
তেল আভিভের এক পানশালা যেমন তার কোভিড টিকা নেওয়া গ্রাহকদের বিনামূল্যে পছন্দমতো মদ পানের সুযোগ দিচ্ছে।
ইতিমধ্যে ইজরায়েলের ৪৩ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন।
ইজরায়েলে মূলত ফাইজারের টিকা দেওয়া চলছে। ৬ লাখ মানুষের উপর পরীক্ষামূলক প্রয়োগ করে এই সংস্থা ৯৪ শতাংশ কার্যকর হওয়ার দাবি করেছে।
এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৩ হাজার ৮১৪ জন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ৫২১ জনের।