imran khan

Taliban: কাশ্মীর দখলে তালিবান সাহায্য পাকিস্তানকে? ইমরানের দলের নেত্রীর মন্তব্যে বিতর্ক

করবে।’’ পাক গুপ্তচর সংস্থা আইএসআই প্রত্যক্ষ ভাবে আফগান তালিবানকে সাহায্য করেছে বলেও দাবি ইমরানের দলের ওই নেত্রীর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৫:৪৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

পাকিস্তানের শাসকদলের এক নেত্রীর দাবি, আফগানিস্তান দখলে তালিবানকে সাহায্য করেছে ইসলামাবাদ। বিনিময়ে তালিবান এ বার কাশ্মীর দখল করে পাকিস্তানের হাতে তুলে দেবে। প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক—ই-ইনসাফ (পিটিআই)-এর নেত্রী নীলম ইরশাদ শেখের এমন মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে পাক রাজনীতিতে।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে বিতর্কে যোগ দিয়ে মঙ্গলবার নীলম বলেন, ‘‘তালিবান বলেছে, ওরা আমাদের পাশে আছে এবং কাশ্মীরের মুক্তির লড়াইয়ে আমাদের সাহায্য করবে।’’ পাক গুপ্তচর সংস্থা আইএসআই প্রত্যক্ষ ভাবে আফগান তালিবানকে সাহায্য করেছে বলেও দাবি করেন তিনি।

Advertisement

পাকিস্তানের ওই টিভি চ্যানেলের সঞ্চালক বিস্মিত হয়ে নীলমকে বলেন, ‘‘তালিবানের কোনও নেতার সঙ্গে কি আপনার কথা হয়েছে? এই স্টুডিয়োয় বসে আপনি যা বলছেন, তার গুরুত্ব আঁচ করতে পারছেন না। এর পরেই কিন্তু বিশ্বজুডে় এই অনুষ্ঠানে আপনার মন্তব্য ছড়িয়ে পড়বে। ভারতীয় সংবাদমাধ্যম সরব হবে।’’

কিন্তু অবিচল নীলম ফের বলেন, ‘‘তালিবান জানিয়েছে, ওদের এবং কাশ্মীরের জনতার সঙ্গে ভারত খারাপ আচরণ করেছে। তাই ওরা ভারতের হাত থেকে কাশ্মীর মুক্ত করার লড়াইয়ে পাকিস্তানের পাশে থাকবে।’’ আমেরিকায় প্রাক্তন পাক হাই কমিশনার তথা রাজনীতিক হুসেন হক্কানি নেটমাধ্যমে নীলমের সেই বক্তব্য এবং সঙ্গে হতাশার ‘ইমোজি’ পোস্ট করেন।

Advertisement

তালিবানের প্রতি নৈতিক সমর্থন জানালেও ইমরান সরকার বা পাক সেনা তালিবানকে সামরিক মদতের কথা স্বীকার করেনি। গত ১৫ অগস্ট তালিব যোদ্ধারা কাবুলের দখল নেওয়ার পর ইমরান বলেছিলেন, ‘এতদিন পরে দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেললেন আফগান জনতা।’’ সরাসরি তালিবানের নামও করেননি তিনি। এই পরিস্থিতিতে নীলমের মন্তব্য পাক সরকারের অস্বস্তি বাড়ল বলেই মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement