—প্রতিনিধিত্বমূলক ছবি।
২০২১ সালে তালিবান ক্ষমতায় ফিরে প্রথমে আফগান মেয়েদের কলেজে যাওয়া বন্ধ করে। তার পরে বন্ধ হয় একের পর এক স্কুল। তালিবান নেতা শের মহম্মদ আব্বাস স্টানেকজ়াই সম্প্রতি বলেছেন, শরিয়ার সঙ্গে নারীশিক্ষার বিরোধ নেই। প্রশাসনের কাছে মেয়েদের স্কুল খোলা ও নীতি বদলের আবেদনও জানান তিনি। ২০২১ সালে আফগানিস্তান থেকে আমেরিকান সেনা সরানোর সময়ে মধ্যস্থতাকারীর কাজ করেন স্টানেকজ়াই। তালিবান প্রশাসনের বিদেশ মন্ত্রকের উপমন্ত্রী তিনি।