ধোঁয়ায় ঢেকে গিয়েছে পার্ক সার্কাস স্টেশন। —ফাইল চিত্র।
দাউ দাউ করে জ্বলছে কারখানা। দুপুর আড়াইটে নাগাদ পার্ক সার্কাস স্টেশনের ওভারব্রিজের উপরে যে ভাবে কালো ধোঁয়া ছেয়ে গিয়েছিল, তাতে অনেকেই ভেবেছিলেন, স্টেশনেই বোধহয় আগুন লেগেছে। সেই কালো ধোঁয়া ধীরেধীরে গোটা পার্ক সার্কাস স্টেশন চত্বরে ছড়িয়ে পড়ে। স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পার্ক সার্কাসের মতো ব্যস্ত স্টেশনে এর মধ্যে হঠাৎ ট্রেন চলে এলে আরও বড়সড় কোনওদুর্ঘটনা ঘটে যাবে কিনা, তা ভেবেও আতঙ্ক ছড়ায়।
যদিও পার্ক সার্কাস স্টেশনে বড়সড় কোনও বিপদ ঘটেনি। ওই স্টেশনে রয়েছে মেন লাইন এবং কর্ড লাইন। শিয়ালদহ থেকে ক্যানিং, ডায়মন্ড হারবার-সহ দক্ষিণ শহরতলির বিভিন্ন জায়গায় যাওয়ার লোকাল ট্রেন মেন লাইন দিয়ে যায়। কিছু ট্রেন রয়েছে, যেগুলি ক্যানিং, ডায়মন্ড হারবারের মতো স্টেশন থেকে এসে শিয়ালদহে না গিয়ে স্যর গুরুদাস হল্ট হয়ে বিধাননগর রোড স্টেশন ধরে সরাসরি বারাসত চলে যায়। সেটিই কর্ড লাইন। এই কর্ড লাইনের ধার ঘেঁষা একটি কারখানাতেই এ দিন আগুন লাগে।
রেল জানিয়েছে, আগুন লাগার পরেই কর্ড লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই লাইনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কয়েক জন যাত্রী জানালেন, চার দিক ধোঁয়ায় এতটাই ভরে গিয়েছিল যে, প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। যাত্রীরা অনেকেই আতঙ্কে ওভারব্রিজ ধরে অন্য দিকে চলে যান। স্থানীয় এক যুবক শেহনাওয়াজ খান বলেন, ‘‘কেউ কেউ আতঙ্কে ওভারব্রিজ দিয়ে না গিয়ে লাইনে নেমে অন্য প্ল্যাটফর্মে চলে যাচ্ছিলেন। আশপাশে ভাল করে কিছুই দেখা যাচ্ছিল না।’’ আর এক স্থানীয় বাসিন্দা বললেন, ‘‘ভয় করছিল, ট্রেন না চলে আসে। ভাগ্য ভাল, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল।’’ এ দিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরেও কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুলিশ ও দমকলের আধিকারিকেরা প্ল্যাটফর্মে যাত্রীদের চলাচল নিয়ন্ত্রণ করেন। বহু মানুষ আগুন দেখতে ওভারব্রিজে দাঁড়িয়ে পড়ায় সেখানে ওঠানামাও নিয়ন্ত্রণ করা হয়।
রেল জানিয়েছে, ক্যানিং-বারাসত লাইনের একটি লোকাল ট্রেন বালিগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। পার্ক সার্কাসের মেন লাইন স্বাভাবিক থাকলেও সেই লাইনে ট্রেন কিছুটা থমকে চলেছে।