taliban

Taliban: আমেরিকার বাহিনী চলে যেতেই তালিবানি কব্জায় কাবুল বিমানবন্দর, দখল অত্যাধুনিক হেলিকপ্টার

বিমানবন্দরের যে অংশ এত দিন দখলে রেখেছিল আমেরিকা বাহিনী, সোমবার গভীর রাতে তারা বিমানবন্দর ছাড়তেই সেখানে তল্লাশি অভিযানে যায় তালিবান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ১০:৪৭
Share:

কাবুল বিমানব্দরে আমেরিকা বাহিনীর ছেড়ে যাওয়া চিনুক হেলিকপ্টার খতিয়ে দেখছে তালিব যোদ্ধারা। ছবি সৌজন্য টুইটার।

আমেরিকা বাহিনীর মতোই পোশাক। হাতে অত্যাধুনিক বন্দুক, হেলমেটে নাইট ভিশন ক্যামেরা। একেবারে সেনার কায়দায় তল্লাশি চালাতে কাবুল বিমানবন্দরে ঢুকে পড়ল তালিবান জঙ্গিরা।বিমানবন্দরের যে অংশ এত দিন দখলে রেখেছিল আমেরিকা বাহিনী, সোমবার গভীর রাতে তারা বিমানবন্দর ছাড়তেই সেখানে তল্লাশি অভিযানে যায় তালিবান।

লস অ্যাঞ্জেলস টাইমস-এর সাংবাদিক তালিবান যোদ্ধাদের সেই অভিযানের ভিডিয়ো শেয়ার করেছেন টুইটারে। রাতের অন্ধকারে সেনার পোশাকে বেশ কয়েক জন তালিব যোদ্ধা ঢুকে পড়ে বিমানবন্দর চত্বরে। সেখানে আমেরিকা বাহিনীর রাখা একটি চিনুক হেলিকপ্টার ভাল ভাবে খতিয়ে দেখে তারা।
মাঝেমধ্যেই গুলি এবং বাজি ফাটার আওয়াজ ভেসে আসছিল বিমানবন্দরের বাইরে থেকে। তালিবানের উল্লাসও ছিল চোখে পড়ার মতো।

Advertisement

সোমবার গভীর রাতে আমেরিকা বাহিনী কাবুল বিমানবন্দর ছাড়তেই তা পুরোপুরি দখলে চলে গিয়েছে তালিবানের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একের পর এক গেট পেরিয়ে বিমানবন্দরে ঢুকছে তালিব যোদ্ধারা। তার পর হ্যাঙ্গারে রাখা চিনুক হেলিকপ্টার দখলে নেয় তারা। তালিব যোদ্ধাদের চোখেমুখে খুশির ছাপ স্পষ্ট ধরা পড়েছে।

আমেরিকা বাহিনী কাবুল ছাড়তেই তালিবান ‘পূর্ণ স্বাধীনতা’ ঘোষণা করেছে। উল্লাসে মেতেছে তালিব যোদ্ধারা। বাজি ফাটিয়ে, শূন্যে গুলি, রকেট ছুড়ে তারা ‘স্বাধীনতা’ উদ্‌যাপন করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement