Afghanistan

Taliban: নববধূকে সেনার চপারে তুলে বাড়ি নিয়ে এলেন তালিবান জওয়ান

বিয়ে করে স্ত্রীকে সেনার চপারে বাড়ি নিয়ে এলেন এক তালিবান জওয়ান। এমনটাই অভিযোগ। তালিবান সেই অভিযোগ উড়িয়ে বলেছে, ‘শত্রুদের অপপ্রচার’।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ০৪ জুলাই ২০২২ ২০:২৩
Share:

চপারে চাপিয়ে বাড়ি নিয়ে এলেন নববধূকে। — ছবি প্রতীকী।

বিয়ে করে নতুন বউকে সেনার চপারে বসিয়ে বাড়ি ফিরলেন এক তালিবান জওয়ান। নেটমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই ভিডিয়ো। জানা গিয়েছে, আফগানিস্তানের লোগার থেকে পূর্বে খোস্ত প্রদেশে স্ত্রীকে নিয়ে উড়ে গিয়েছেন তিনি।

Advertisement

আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম খামা প্রেস জানিয়েছে, ওই ব্যক্তি তালিবানের হাক্কানি নেটওয়ার্কের সদস্য। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই জওয়ান চপার থেকে কনের বাড়ির সামনে নামেন। মেয়েটিকে বিয়ের জন্য তাঁর বাবার হাতে পণ বাবদ ১২ লক্ষ আফগান মুদ্রা দেন।

এএনআইয়ের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ওই জওয়ানের বাড়ি খোস্ত প্রদেশে। আর কনের বাড়ি লোগার প্রদেশের বারকি বারাক জেলায়। শনিবার সেখানকার শাহ মাজার এলাকায় চপার থেকে নেমেছিলেন ওই তালিব। নেটমাধ্যমে এই ভিডিয়ো দেখে অভিযোগ, জনগণের সম্পত্তি নয়ছয় করছে তালিবান সরকার।

Advertisement

তালিবান সরকার এই অভিযোগ মানেনি। উপমুখপাত্র কারি ইউসুফ আহমাদির দাবি, এসবই ‘শত্রুদের অপপ্রচার’। ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানও জানিয়ে দিয়েছে, সেনাবাহিনীর চপার কোনও তালিব ব্যক্তিগত কাজে ব্যবহার করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement