taliban

Taliban: শখ মেটাতে এক পার্কে খেলাধুলা, মূর্তি আছে বলে অন্য পার্কে আগুন ধরাল তালিবান

দু’দিন আগেই পার্কে ঢুকে নাগরদোলায় চেপে জয় উদযাপন করতে দেখা গিয়েছিল তালিবান যোদ্ধাদের। মেশিনগান নিয়ে স্ট্রাইক কারেও চেপে বসেছিলেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২১ ১৩:১৩
Share:

দাউ দাউ করে জ্বলছে গোটা পার্ক। ছবি: ভিডিয়ো গ্র্যাব।

আফগানিস্তানে এ বার শিশুদের একটি পার্ক পুড়িয়ে দেওয়ার অভিযোগ তালিবানের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, পার্কে কিছু মূর্তি বসানো ছিল। ইসলাম মূর্তিপুজো নিষিদ্ধ। এই যুক্তি দিয়েই গোটা পার্কে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

বিরাট এলাকা জুড়ে রাক্ষুসে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে। আর তাতে দাউদাউ করে জ্বলছে গোটা পার্ক, এমন একটি ভিডিয়ো নেটমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। আনন্দবাজার অনলাইন ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি। তবে আফগানিস্তানের মানবাধিকার কর্মী ইহতেশাম আফগান জানিয়েছেন, উত্তরের জৌজান প্রদেশের শেবেরগানের বেগা এলাকায় ওই পার্কটি অবস্থিত। তালিবানের হাতে সেটি পুড়ে ছাই হয়ে গিয়েছে।

Advertisement

মঙ্গলবার রাতে ওই পার্কে তালিবান আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। অথচ দু’দিন আগেই একেবারে উল্টো ছবি উঠে এসেছিল কাবুল থেকে। বিনাযুদ্ধে মসনদ দখল উদযাপন করতে সেখানে শিশুদের একটি পার্কে হাজির হয়েছিলেন তালিব যোদ্ধারা। কাঁধে মেশিনগান, বন্দুক ঝুলিয়েই নাগরদোলা, স্ট্রাইক কারে বসে আনন্দ করতে দেকা যায় তাঁদের। তার পরেই পার্কে আগুন লাগিয়ে দেওয়ার এই ঘটনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement