প্রতীকী ছবি।
এনার্জি ড্রিঙ্ক খেয়ে হৃদরোগে আক্রান্ত হল এক স্কুল পড়ুয়া। তাকে বাঁচাতে তার পাকস্থলী থেকে পাম্প করে বার করতে হল ওই পানীয়। ব্রিটেনের নিউপোর্টের এই ঘটনায় ওই স্কুলের বাকি ছাত্র-ছাত্রীদের অভিভাবককে চিঠি দিয়ে ঘটনাটি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অবিলম্বে তাঁদের সন্তানদের ওই ধরনের এনার্জি ড্রিঙ্ক খাওয়ানোর ব্যাপারে সতর্ক করা হয়েছে সেই চিঠিতে।
ব্রিটেনে মাস কয়েক আগেই ওই এনার্জি ড্রিঙ্ক এসেছে বাজারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই এনার্জি ড্রিঙ্কে থাকা অতিরিক্ত ক্যাফিনই ছাত্রটির হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণ।
ছাত্রটির বাবা-মা জানিয়েছেন, শরীর থেকে ওই এনার্জি ড্রিঙ্ক বের করে দেওয়ার পর আপাতত সুস্থ রয়েছে সে। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে বড় ক্ষতি হতে পারত তার। ওই ছাত্রের সহপাঠীদের সতর্ক করতেই স্কুলকে বিষয়টি জানান তাঁরা। চিকিৎসকেরা জানিয়েছেন, ১৮ বছরের কমবয়সিদের শরীরে অতিরিক্ত ক্যাফিন হার্টরেট বাড়িয়ে দিতে পারে।