ছবি রয়টার্স।
বিদ্যুৎ বাঁচাতে টাই পরা ছেড়ে দিলেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ! শুধু তা-ই নয়, বিদ্যুৎ সাশ্রয় করতে মন্ত্রী ও অফিস কর্মীদেরও টাই না পরার বার্তা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী।
সাদা জামা ও ব্লু স্যুট পরে বক্তৃতা দিয়ে গিয়ে স্যাঞ্চেজ বলেছেন, ‘‘আমি টাই পরছি না। মন্ত্রীদেরও বলেছি না পরতে।’’ বিভিন্ন সংস্থার কর্মীদেরও টাই না পরার আহ্বান জানিয়েছেন তিনি। এতে বিদ্যুৎ বাঁচবে বলে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী।
তবে টাই না পরলে কী ভাবে বিদ্যুৎ বাঁচবে, সে নিয়ে অবশ্য বিশদে কিছু বলেননি স্যাঞ্চেজ। অনেকের ধারণা, টাই না পরলে গরমে হিমসিম অবস্থা থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। আর তার ফলে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার কমবে। আর এতেই সাশ্রয় হতে পারে বিদ্যুতের। উল্লেখ্য, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই স্পেনে বিদ্যুতের খরচ বাড়ছে।