খুলি ভাঙা চ্যালেঞ্জ। ইউটিউব থেকে নেওয়া ছবি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডয়ো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যার শিরনাম, ‘স্কাল ব্রেকার’ (খুলি ভাঙা) চ্যালেঞ্জ। এই মারাত্বক চ্যালেঞ্জে যে কারোর মাথার খুলি ভেঙে যেতে পারে। এই ভিডিয়োয় তিন স্কুল পড়ুয়াকে এক সাংঘাতিক খেলায় মেতে উঠতে দেখা গিয়েছে। ভিডিয়োটি সম্প্রতি ইউটিউবে আপলোড হয়েছে।
ইউটিউবে একটি চ্যানেলে ভিডিয়োটি আপলোড হয়েছে ৪ ফেব্রুয়ারি। ভিডিয়োটির পোস্টেই লিখে দেওয়া হয়েছে, এই চ্যালেঞ্জে এক স্কুল ছাত্রের মাথার খুলি ও অন্যান্য জায়গা আঘাত লেগেছে। ভিডিয়োটি দেখলেই বুঝতে পারবেন আঘাত কতটা মারাত্বক হতে পারে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্কুলে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে তিন ছাত্র। সম্ভবত স্কুলের স্পোর্টস ইউনিফর্ম পরে রয়েছে তারা। এবার পাশাপাশি দাঁড়ানো তিন জনের মধ্যে দু’ধারের দুই পড়ুয়া লাফিয়ে ওঠে। আর তার পর মাঝের ছেলেটি। কিন্তু সে লাফিয়ে নামার সময় পা মেঝে ছোঁয়ার আগেই পাশের দু’জন তার পায়ে লাথি মারে। ফলে মেঝেতে দাঁড়ানোর বদলে পিছনে উল্টে পড়ে। ভিডিয়োতেই দেখা যাচ্ছে তার মাথা আঘাত করছে কংক্রিটের মেঝেতে। এটাই 'খুলি ভাঙা'-র খেলা।
আরও পড়ুন: সাংবাদিকের কাঁধে উঠে ‘বাইট’ দিল সাপ! নেটাগরিকরা তারিফ করছেন মহিলার!
এই ভিডিয়োটি স্পেনের গ্রানাডা শহরের একটি স্কুলের বলে জানা গিয়েছে। এমনকী, পুলিশ পর্যন্ত সেখানে সতর্কতা জারি করেছে, যাতে কেউ এই খেলায় মেতে না ওঠে। পুলিশের তরফে বলা হয়েছে, এই খেলা মারাত্মক বিপজ্জনক। ব্লু হোয়েল চ্যালেঞ্জের পর আবার এক আত্মঘাতী খেলা মাথা তোলায় শঙ্কিত নেটাগরিকরা।
আরও পড়ুন: স্টেডিয়ামে জ্যাকেটের চেন খুলে শরীর প্রদর্শন মহিলার!
ইউটিউবের এই ভিডিয়ো ছড়িয়ে পড়ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। এখন যাঁরা অতিউত্সাহের বসে এই চ্যালেঞ্জ নিতে আরম্ভ করবেন, তাঁরা মারাত্বকভাবে আহত হতে পারেন। তাই নিজে সতর্ক হন, সে সঙ্গে অন্য কেউ যাতে এই প্রাণঘা্তী খেলায় মেতে না ওঠে সেটাও খেয়াল রাখুন।
দেখুন সেই ভিডিয়ো: