COVID19

China Covid-19 Spike: বারান্দা-জানালা থেকেই চিৎকার করে প্রতিবাদ, লকডাউনে চিনা শহরে অনাহারের ভয়াবহ ছবি

গত ২৮ মার্চ থেকে সাংহাইয়ের পূর্ব অংশে লকডাউন জারি হয়। ১ এপ্রিল থেকে গোটা শহরজুড়ে তালাবন্ধ অবস্থা তৈরি হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১৮:০২
Share:

ফাইল চিত্র।

ঘরবন্দি মানুষ! খাদ্য নেই, পানীয় জলের অভাব। ওষুধ পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বাড়ি থেকেই সরকারের বিরুদ্ধে চিৎকার শুরু করেছেন চিনের বাসিন্দারা। চিনের সাংহাই শহরের এমনই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। করোনা সংক্রমণ রুখতে চিনের গণতান্ত্রিক সরকারের এমন কঠোর লকডাউনের ছবি দেখে 'আতঙ্কিত' অনেকেই।

Advertisement
আরও পড়ুন:

চিনের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধ শহর সাংহাই। প্রায় তিন কোটি মানুষের বসবাস। সেখানে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে কড়া লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে প্রায় সব মানুষ গৃহবন্দি। বাসিন্দাদের উপর নজরদারির জন্য ড্রোন ক্যামরা ব্যবহার করছে পুলিশ, প্রশাসন। এত কড়াকড়ির ফলে ক্রোধে, ভয়ে এবং দুর্ভোগে বাড়ি থেকেই সরকারের বিরুদ্ধে চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছেন শহরের বাসিন্দারা। একাধিক ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাড়ির দরজা, জানালা, ছাদ থেকে চিৎকার করছেন মানুষ।

Advertisement

গত ২৮ মার্চ থেকে সাংহাইয়ের পূর্ব অংশে লকডাউন জারি হয়। ১ এপ্রিল থেকে গোটা শহরজুড়ে তালাবন্ধ অবস্থা তৈরি হয়েছে। কিন্তু প্রশাসন থেকে যথাযথ সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ উঠছে। আকাল তৈরি হয়েছে খাদ্য, পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের। অনাহারে রয়েছেন প্রচুর মানুষ। তবে প্রশাসন জানাচ্ছে, তারা বাসিন্দাদের সমস্যা দ্রুত মিটিয়ে ফেলতে চলছে। ওই শহরে ১০ হাজারের বেশি চিকিৎসক কর্মী পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement