সাংহাইয়ের প্রায় অর্ধেক অঞ্চলে জারি হয়েছে লকডাউন। ফাইল চিত্র।
গত দু’বছরে এই চরিত্রের করোনা পরিস্থিতি তৈরি হয়নি চিনে। চিনের তৃতীয় বৃহত্তম শহর সাংহাইয়ের প্রায় অর্ধেক অঞ্চলে জারি হয়েছে লকডাউন। সংবাদ সংস্থা সূত্রে খবর, সাংহাইয়ের পূর্বাঞ্চলে সারমেয় বা অন্য কোনও পোষ্য নিয়ে নিয়ে রাস্তায় বেরনোও বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। সমস্ত বাসিন্দাকে বাড়িতে থাকতে বলা হয়েছে।
মঙ্গলবারই সাংহাইয়ে রেকর্ড গড়ে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। পুডং এলাকায় সমস্ত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকছে। একটি নির্দেশিকায় বলা হয়েছে, ওই অভিজাত এলাকার বাসিন্দারা কোভিড টেস্ট করে তবেই বাড়ির বাইরে যেতে পারবেন। শুধু তাই নয়, এমনি এমনি বড় হলঘর, গ্যারাজ কিংবা বাড়ির সামনে রাস্তাতেও বেরতে বারণ করা হয়েছে। এমনকি পোষ্যকে ঘোরানোর অছিলায় বাড়ির বাইরে রাস্তায় বেরতেও নিষেধ করেছে প্রশাসন।