কলকাতায় গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মাঝে ঘোরাফেরা করছে। —ফাইল চিত্র।
নতুন করে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে রাজ্যে। ফলে আগামী সপ্তাহেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। শীতের আমেজ থাকবে জেলায় জেলায়। তবে জাঁকিয়ে শীত পড়বে না।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। গত এক সপ্তাহে দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামেনি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২২ জানুয়ারি থেকে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। ফলে তাপমাত্রা নতুন করে বাড়তে পারে।
জাঁকিয়ে শীত না-পড়লেও শীতের আমেজ রয়েছে কলকাতা এবং জেলাগুলিতে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। সর্বত্রই থাকবে শুকনো আবহাওয়া। তবে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।