Donald Trump

বিজ্ঞানও কারণ জানে না, আগুন নিয়ে দাবি ট্রাম্পের

জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের গুরুত্ব সরাসরি অস্বীকার করে গিয়েছেন প্রেসিডেন্ট।

Advertisement

সংবাদ সংস্থা

সান ফ্রান্সিসকো শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ০৩:১৭
Share:

ছবি: এএফপি।

লাগামছাড়া করোনা সংক্রমণ আর বর্ণবৈষম্য তো ছিলই, হোয়াইট হাউসের দৌড়ে নবতম হাতিয়ার দাবানলও। সেই অস্ত্রেই ফের প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে বিদ্ধ করলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। জানালেন, ট্রাম্প যে ভাবে জলবায়ু পরিবর্তনের ভূমিকা আর বিজ্ঞানকে অগ্রাহ্য করে চলেছেন, তাতে প্রেসিডেন্ট নিজেই প্রকৃতিতে অগ্নি সংযোগের কাজটা করছেন।

Advertisement

বিতর্কের সূত্রপাত মার্কিন প্রেসিডেন্টের ক্যালিফর্নিয়া সফরকে কেন্দ্র করে। গত কাল দাবানলে বিধ্বস্ত আমেরিকার পশ্চিমাংশের ক্যালিফর্নিয়া প্রদেশ পরিদর্শনে এসেছিলেন ট্রাম্প। সেখানেই উপস্থিত সাংবাদিকদের তিনি বলে বসেন, ‘‘এখানে যা হচ্ছে, আমার মনে হয় না, তা বিজ্ঞান বুঝতে পারবে। বনাঞ্চলের রক্ষণাবেক্ষণ ঠিক করে করা হয় না বলেই এ ভাবে একরের পর একর জমি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে।’’ অর্থাৎ জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের গুরুত্ব সরাসরি অস্বীকার করে গিয়েছেন প্রেসিডেন্ট। কাল স্যাকরামেন্টোর বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পরে উল্টে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ‘‘অল্প সময়ের মধ্যে একসঙ্গে অনেক গাছ পড়ে গেলে সেগুলি শুকিয়ে গিয়ে দেশলাই কাঠির মতো হয়ে যায়। সেগুলো থেকে আগুন লাগার সম্ভাবনা থাকে। এমনকি শুকনো পাতা থেকেও জঙ্গলে আগুন লাগে।’’ প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমানবন্দরে কাল ভিড় হয়েছিল ভালই।

ক্যালিফর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গেভিন নিউসন অবশ্য ঠান্ডা মাথায় প্রেসিডেন্টকে বুঝিয়ে দিয়েছেন, তাঁর প্রদেশের সামান্য কিছু বনাঞ্চলই স্থানীয় সরকার দেখাশোনা করে। বাকি অংশটা ফেডারেল সরকার অর্থাৎ সরাসরি ট্রাম্প প্রশাসনের আওতায় পড়ে। ট্রাম্পকে প্রত্যুত্তরে আর কিছুই বলতে শোনা যায়নি অবশ্য। এক দিকে ট্রাম্প যখন জলবায়ু পরিবর্তনের ভূমিকাকে অস্বাকীর করেছেন, ঠিক তখনই তাঁর প্রতিদ্বন্দ্বী বাইডেন উইলমিংটনের এক সভায় বললেন, ‘‘আরও চার বছর যদি এই প্রেসিডেন্ট দেশ শাসন করেন, তা হলে আমেরিকার শহরতলি জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। প্রতি বছর উপকূলে যে ভয়ঙ্কর হ্যারিকেন হচ্ছে, তার পিছনেও যে জলবায়ু পরিবর্তনেরই হাত রয়েছে, প্রেসিডেন্ট সেটাও স্বাকীর করবেন না। আসলে পরিবেশে আগুন লাগানোর কাজটা তো উনি নিজেই করছেন।’’

Advertisement

আরও পড়ুন: ‘ফেসবুকে ভোটের খেলা’, বিস্ফোরক বহিষ্কৃত কর্মী​

আরও পড়ুন: ৫০ লক্ষে ভারত, তবু লকডাউনের গুণগান​

ক্যালিফর্নিয়ার বিস্তীর্ণ অংশে দাবানলের প্রভাব সামান্য কমলেও ওরেগনের অবস্থা এখনও শোচনীয়। মোট ২২ জন নিখোঁজ সেখানে। গভর্নর কেট ব্রাউন অবশ্য আশপাশের প্রদেশের দমকল বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। গত কাল বৃষ্টির পূর্বাভাস থাকলেও হয়নি। শুকনো হাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে অসুবিধে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আগামী কাল বা পরশু ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলে নতুন করে আগুন লাগতে পারে বলে আশঙ্কা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement