Beheadings

পর পর গলা কেটে হত্যা অপরাধীদের, মাদক পাচারের জন্য ‘দৃষ্টান্তমূলক’ শাস্তি সৌদি আরবে

মাদক পাচারের অপরাধে ১২ জন অপরাধীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ পাকিস্তানি, ৪ সিরীয়, ২ জর্ডনের নাগরিক এবং ৩ জন সৌদির বাসিন্দা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১২:৩৯
Share:

গলা কেটে একাধিক অপরাধীকে হত্যা। প্রতীকী চিত্র।

মাদক পাচারে জড়িত থাকার অপরাধে কয়েক জন অপরাধীকে তরোয়াল দিয়ে গলা কেটে শাস্তি দিল সৌদি আরব। সাম্প্রতিক এক তথ্য বলছে, গত ১০ দিনে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সৌদি আরবে। তাঁদের মধ্যে কয়েক জনের গলা তরোয়াল দিয়ে কাটা হয়েছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Advertisement

মাদক পাচারের অপরাধে সম্প্রতি ১২ জন অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ পাকিস্তানি, ৪ সিরীয়, ২ জর্ডনের নাগরিক এবং ৩ জন সৌদির বাসিন্দা। চলতি বছরের মার্চ মাসেই খুন, সন্ত্রাসবাদ-সহ নানা অপরাধে জড়িত ৮১ জন অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছে। সাম্প্রতিক অতীতে সৌদি আরবে মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিও।

বছর দু’য়েক আগে দেশে মৃত্যুদণ্ডের সংখ্যা কমানোর চেষ্টা করেছিল সৌদি প্রশাসন। কিন্তু, ২০১৮ সালে আমেরিকার সাংবাদিক জামাল খাশোগ্গিকে তুরস্ক মৃত্যুদণ্ড দেওয়ার পর পশ্চিম এশিয়ায় আবার মৃত্যুদণ্ডের সংখ্যা কিছুটা বেড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement