স্যামসাং কর্তা লি জায়ে-ইয়োং
ঘুষ-সহ অন্যান্য আরও কয়েকটি আর্থিক দুর্নীতির অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হল স্যামসাং কর্তা লি জায়ে-ইয়োং-কে। শক্রবার এই রায় দিল দক্ষিণ কোরিয়ার সিওল কেন্দ্রীয় জেলা আদালত। ৪৯ বছরের লি বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা স্যামসাং ইলেকট্রনিক্সের ভাইস চেয়ারম্যান। স্যামসাং সাম্রাজ্যের উত্তরাধিকারও বটে। দক্ষিণ কোরিয়ার পদচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন-হে'র দুর্নীতি মামলায় লি ওতপ্রোত ভাবে জড়িত বলে প্রমাণ মিলেছে, জানিয়েছে আদালত।
আরও পড়ুন: দক্ষিণ ক্যারোলিনার রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলা, মৃত ২
আরও পড়ুন: নাম-হীন জীবন থেকে মুক্তি চান আফগান মেয়েরা
৭০০ কোটি ডলারের মালিক লি দক্ষিণ কোরিয়ার তৃতীয় ধনীতম ব্যক্তি। আদালতের মতে, সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট পার্কের থেকে অন্যায্য ব্যবসায়িক সুযোগ সুবিধে পেতে প্রচুর ঘুষ দিয়েছিলেন লি।