S jaishankar

কৃষকদের নিয়ে উদ্বেগে মোদী: বার্তা ইটালিতে

রাজনীতির লোকজনের মতে, আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগিয়ে কৃষক দরদি বার্তা দেওয়ার চেষ্টা করল মোদী সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ০৬:৫২
Share:

মাতেরায় ইটালির বিদেশমন্ত্রীর সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি পিটিআই।

দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য মোদী সরকারের ভাবনাচিন্তা ও উদ্বেগকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নতুন তিন কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির সীমানায় খোলা আকাশের তলায় চাষীদের আন্দোলন চলছে সাত মাসের বেশি। এই পরিস্থিতিতে ইটালির মাতেরায় জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর কৃষকদের প্রসঙ্গটি তুলে ধরতে দেখা গেল জয়শঙ্করকে।

Advertisement

রাজনীতির লোকজনের মতে, আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগিয়ে কৃষক দরদি বার্তা দেওয়ার চেষ্টা করল মোদী সরকার।

জি-২০ বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর জয়শঙ্করের টুইট, “বৈঠকে খাদ্য নিরাপত্তার বিষয়টিকে তুলে ধরার জন্য ইটালিকে অভিনন্দন। মাতেরা ঘোষণায়, ছোট এবং মাঝারি কৃষকদের নিয়ে ভারতের উদ্বেগ প্রতিফলিত হয়েছে। স্থানীয় খাদ্য সংস্কৃতিকে তুলে ধরা, কৃষিক্ষেত্রে বৈচিত্র্য গুরুত্ব দেওয়া, পরিবেশের দিকে নজর রাখার মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement