Russia Ukraine War

Ukraine-Russia Conflict: রুশ রকেটে ধ্বসংস্তূপ ইউক্রেনের বিমানবন্দর, ইরপিনে হত আরও দুই শিশু, এ পর্যন্ত ৩৮

ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দরে রুশ-হামলার পর বিশ্বের সব দেশের কাছে রাশিয়ার জন্য আকাশপথ বন্ধ করার আবেদন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

Advertisement

সংবাদ সংস্থা

কিভ শেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ২০:২৭
Share:

পর পর আটটি রকেট হানায় সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হল মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দর।

পর পর আটটি রকেট হানায় সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হল মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দর। রবিবার নিজেই জানালেন ভলোদিমির জেলেনস্কি। এর পরেই বিশ্বের সব দেশের কাছে রুশ বিমানের জন্য আকাশপথ বন্ধের আবেদন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

Advertisement

সংবাদ সংস্থা এএফপি-কে তিনি বলেন, ‘‘আটটি রুশ মিসাইলের হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে ভিনিৎসিয়া।’’

কিভ সীমানাতেও লাগাতার গোলা বর্ষণ চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনা বাহিনী। ইউক্রেনের আঞ্চলিক সংবাদমাধ্যম সূত্র খবর, ইরপিনে রুশ সেনার হামলায় দুই শিশু-সহ তিন জনের মৃত্যু হয়েছে। সেতু পার করিয়ে ওই এলাকার ইউক্রেনীয়দের উদ্ধারের কাজ চলছিল। সেই সময় ওই ঘটনা ঘটে। এর আগেও গত ৫ মার্চ ইরপিনে তিন ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে।

Advertisement

ইউক্রেনীয় পার্লামেন্ট ভার্খোভনা রা়ডার মানবাধিকার কমিশনার লুডমিলা ডেনিসোভা জানান, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সেনা অভিযান শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩৮ শিশু মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement