ফাইল চিত্র।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘ভগ্নস্বাস্থ্য’ আন্তর্জাতিক রাজনীতির আলোচনার বিষয় হয়ে উঠেছে। কেউ কেউ দাবি করেছেন, পুতিন পারকিনসন্স রোগে ভুগছেন। রুশ প্রেসিডেন্টের বিবর্ণ চেহারার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়ে অনেকের আবার দাবি, ক্যানসার বাসা বেঁধেছে তাঁর রক্তে। এ সব নিয়ে জল্পনার আবহে এ বার এক রুশ গুপ্তচর দাবি করলেন, ক্যানসারের কারণে দ্রুত দৃষ্টিশক্তি নষ্ট হচ্ছে প্রেসিডেন্টের। যদিও পুতিনের শারীরিক অসুস্থতা সংক্রান্ত সমস্ত দাবিই খারিজ করে দিয়েছে ক্রেমলিন।
ব্রিটেনের ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ ওয়েব পত্রিকায় পুতিনের স্বাস্থ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে বরিস কার্পিচকভ নামে বর্তমানে ব্রিটেনে বসবাসকারী এক প্রাক্তন রুশ গুপ্তচর সঙ্গে ব্যক্তিগত বার্তায় রাশিয়ার ‘ফেডেরাল সিকিউরিটি সার্ভিস’ (এফএসবি)-এর এক আধিকারিকের কথোপকথনের অংশ তুলে ধরা হয়েছে। তার একটিতে এফএসবি-র ওই আধিকারিক লিখেছেন, ‘আমরা শুনেছি, প্রেসিডেন্টের আজকাল ভীষণ মাথাযন্ত্রণা হয়। টিভিতে কিছু বলার সময়েও ওঁর হাতের কাছে কাগজ চাই। যে কাগজে বড় বড় অক্ষরে সব কিছু ভাষণ লেখা থাকে। অক্ষর এতই বড় হয় যে প্রতি পাতায় খুব বেশি হলে দুটি বাক্য থাকে। ওঁর দৃষ্টিশক্তি দ্রুত নষ্ট হচ্ছে।’
যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ। তিনি বলেন, ‘‘কোনও সুস্থ মানুষের চোখে প্রেসিডেন্টের অসুস্থতা ধরা পড়বে না। ভ্লাদিমির পুতিন একদমই সুস্থ আছেন। দিব্যি তো কথা বলছেন! সমস্যা কোথায়?’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ