Drone Hunt

ইউক্রেন যুদ্ধে আক্রান্ত আমেরিকা! কৃষ্ণসাগর উপকূলে ড্রোন ধ্বংস করল রুশ যুদ্ধবিমান

প্রকাশিত খবরে জানানো হয়েছে, কৃষ্ণসাগর উপকূলে এমকিউ-৯ র‌্যাপটর গোত্রের এই ড্রোনটি নজরদারি চালানোর সময় রুশ এসইউ-২৭ যুদ্ধবিমান সেটিকে ধ্বংস করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ০০:১০
Share:

কৃষ্ণসাগর উপকূলে এমকিউ-৯ ব়্যাপটর গোত্রের এই ড্রোনটি নজরদারি চালানোর চেষ্টা করে। ছবি সংগৃহীত।

ইউক্রেনের উপকূলে এ বার রুশ হামলার শিকার আমেরিকা। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, কৃষ্ণসাগরের আকাশে মঙ্গলবার আমেরিকার একটি নজরদারি ড্রোনকে গুলি চালিয়ে ধ্বংস করেছে রুশ যুদ্ধবিমান।

Advertisement

প্রকাশিত খবরে জানানো হয়েছে, কৃষ্ণসাগর উপকূলে এমকিউ-৯ র‌্যাপটর গোত্রের এই ড্রোনটি নজরদারি চালানোর সময় রুশ এসইউ-২৭ যুদ্ধবিমান সেটিকে ধ্বংস করেছে। রুশ বায়ুসেনার এই হামলাকে ‘বেপরোয়া আচরণ’ বলেছে পেন্টাগনের ইউরোপিয়ান কমান্ড। ঘটনাস্থলের অদূরেই দক্ষিণ ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ। ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ওই এলাকা দখল করেছিল রুশ ফৌজ। গত এক দশক ধরে ওই এলাকা তাদেরই নিয়ন্ত্রণে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বার কৃষ্ণসাগরে উপকূলে পরমাণু বোমা পরীক্ষার আয়োজন করতে চলেছেন বলে কয়েক মাসে আগে অভিযোগ করেছিল ব্রিটেন। তার পর থেকেই ক্রাইমিয়া-সহ দক্ষিণ ইউরোপের রুশ অধিকৃত অঞ্চল জুড়ে আমেরিকার নেতৃত্বাধীন নেটো জোটের নজরদারি বেড়েছে। অন্য দিকে মস্কোর অভিযোগ, খেরসনের পর এ বার কৃষ্ণসাগর উপকূলের ক্রাইমিয়া দখল করতে ইউক্রেন সক্রিয় হয়েছে। তাদের মদত দিচ্ছে আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement