Russia-Ukraine Crisis

Russia-Ukraine War: দফতরে রুশ ক্ষেপণাস্ত্রের হামলা, অতিরিক্ত ঘুমই প্রাণ বাঁচাল প্রদেশপালের

মেকোলিয়েভ কৌশলগত ভাবে একটি গুরুত্বপূর্ণ শহর। আর এই শহরের সুরক্ষা ব্যবস্থার ভার কিমের উপরেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২২ ১৬:৩১
Share:

রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত কমপক্ষে ১২ জন। ছবি: রয়টার্স

স্রেফ দেরি করে ঘুম থেকে ওঠার কারণে মৃত্যুর হাত থেকে বাঁচলেন ইউক্রেনের মেকোলিয়েভের প্রদেশপাল। মঙ্গলবার মেকোলিয়েভের প্রদেশপাল ভিতালি কিমের দফতরে আছড়ে পরে রুশ ক্ষেপণাস্ত্র। এই ঘটনায় কমপক্ষে ১২ জন মানুষ নিহত এবং ৩৩ জন আহত হন। কিন্তু ঘটনাক্রমে বেঁচে যান কিম। কারণ সেই স‌ময়ে দফতরে হাজির থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।

আগের দিন দফতর থেকে দেরি করে বাড়ি ফেরায় তিনি ক্লান্ত হয় প়ড়েন। অনেক দেরি করে ঘুম থেকে ওঠেন কিম। আর এর ফলেই দেরি করে দফতরে পৌঁছন তিনি। কিন্তু ততক্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দফতর।

Advertisement

কিমের দাবি, তাঁকে হত্যা করার উদ্দেশ্যেই এই আক্রমণ চালানো হয়। ক্রেমলিনের কিভ দখলের আশা কোনও দিন পূরণ হবে না বলে পরিহাস করে ভিডিয়ো পোস্ট করছিলেন কিম। আর সেই কারণেই তিনি হত্যার লক্ষ্য হয়ে ওঠেন বলেও তিনি দাবি করেন।

প্রসঙ্গত, মেকোলিয়েভ কৌশলগত ভাবে একটি গুরুত্বপূর্ণ শহর। আর এই শহরের সুরক্ষা ব্যবস্থার ভার কিমের উপরেই। গত কয়েক সপ্তাহ ধরেই এই শহর সেনা, যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র এবং রকেটের হামলা সফল ভাবে ঠেকাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement