Rishi Sunak

‘তোমার মতো বন্ধু পেয়েছি, জয় খুব বেশি দূরে নয়’, কিভে দাঁড়িয়ে সুনককে বললেন জেলেন্‌স্কি

জেলেন্‌স্কিকে পাশে নিয়ে ঋষি সুনক বলেন, ‘‘আমরা নাতিপুতিদের গল্প শোনাব, কী ভাবে ইউক্রেনের মানুষ এই লড়াই লড়েছিল এবং জিতেছিল। ইউক্রেনীয়দের সাহস আগামীর লড়াইয়ের অনুপ্রেরণা।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ২২:০৫
Share:

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্‌স্কি। ছবি: সংগৃহীত।

ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে গেলেন ঋষি সুনক। কিভে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্‌স্কিকে পাশে নিয়ে সাংবাদিকদের জানালেন, যত দিন না ইউক্রেনের জয় নিশ্চিত হচ্ছে, ইংল্যান্ড পাশে আছে। জবাবে আবেগতাড়িত জেলেন্‌স্কি বলেন, ‘‘তোমার মতো বন্ধু পেয়েছি, জয় খুব বেশি দূরে নয়।’’

Advertisement

সুনকের পূর্বসূরি বরিস জনসন কাউকে কিছু না জানিয়ে ইউক্রেন পৌঁছে গিয়েছিলেন। কিভকে আরও যুদ্ধাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তার পর কেটে গিয়েছে অনেকগুলো দিন। ইংল্যান্ডে বরিস গিয়েছেন, এসেছেন সুনক। আর এসেই তিনিও ইউক্রেন চলে গেলেন। ডাউনিং স্ট্রিট সূত্রে খবর, ব্রিটেনের নেতা ঘোষণা করেছেন, ইউক্রেনকে ৬ কোটি ডলারের ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ দেওয়া হবে। এর মধ্যেই রয়েছে ১২০টি এয়ারক্রাফ্ট বন্দুক, রাডার, ড্রোন নিরোধক যন্ত্র প্রভৃতি।

কিভে দাঁড়িয়ে সুনক বলেন, ‘‘আমি এখানে এসেছি এটা জানাতে যে ব্রিটেন তোমাদের পাশেই আছে। থাকবে। যত দিন না ইউক্রেন এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে, আমরা সঙ্গে আছি।’’ সুনক আরও বলেন, ‘‘ইউক্রেনের মানুষ যে ভাবে মেরুদণ্ড দৃঢ় করে সমস্ত আক্রমণ প্রতিহত করে যাচ্ছে, তা দৃষ্টান্ত হয়ে থাকবে। ইউক্রেনের মানুষের উদ্যম এবং সাহস আগামীর লড়াইয়ের অনুপ্রেরণা হয়ে উঠেছে। আমরা আমাদের নাতিপুতিদের গল্প শোনাব, কী ভাবে ইউক্রেনের মানুষ এই লড়াই লড়েছিল এবং জিতেছিল।’’

Advertisement

স্পষ্টতই আবেগতাড়িত হয়ে পড়েন জেলেন্‌স্কি। পরে তিনি টুইটারে ছবি পোস্ট করে লেখেন, ‘‘তোমরা মত বন্ধু থাকলে জয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। আমি নিশ্চিত জয় খুব বেশি দূরে নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement