খারকিভে পর পর বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ছবি: রয়টার্স
রুশ সেনার লক্ষ্য এ বার ইউক্রেনের সরকারি প্রতিষ্ঠান। মঙ্গলবার খারকিভে গভর্নর হাউসে ক্ষেপণাস্ত্র হামলার পর বুধবারও আক্রমণ হল সেখানে। শুধু তাই নয়। রুশ প্যারাট্রুপাররা খারকিভের হাসপাতালেও হামলা চালায়। ইউক্রেন সেনার তরফে দাবি করা হয়েছে, রুশ প্যারাট্রুপাররা খারকিভ অঞ্চলে নেমে মহুর্মু্হু বিস্ফোরণ ঘটায়। এর পর তারা হামলা চালায় হাসপাতালে। সেখানে পাল্টা জবাব দেয় ইউক্রেন সেনা। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
দক্ষিণ ইউক্রেনের শহর খেরসনের প্রায় পুরোটাই রাশিয়া দখল নিয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। এমনকি রাতের মধ্যে কিভের দখল নিতে পারে রুশ সেনা। তবে ইউক্রেন প্রশাসনের তরফে এ নিয়ে সরকারি ভাবে কোনও বিবৃতি মেলেনি।