ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কূটনীতিক গৌতম রানা। ফাইল চিত্র।
যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের পড়শি দেশ স্লোভাকিয়ায় রাষ্ট্রদূত বদল করতে চলেছেন আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন। পূর্ব ইউরোপের ওই দেশে আমেরিকায় নয়া রাষ্ট্রদূত নিযুক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক গৌতম রানা। বুধবার রাতে হোয়াইট হাউস থেকে বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে নেটো জোটের সদস্য স্লোভাকিয়ার গুরুত্ব বেড়েছে। সেখানে ইতিমধ্যেই আমেরিকা-সহ নেটো সদস্যরাষ্ট্রগুলির সেনা মোতায়েনেরও খবর এসেছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের এমন পদক্ষেপ ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে সামরিক এবং কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
ইউএস ফরেন সার্ভিসের আধিকারিক রানা বর্তমানে আফ্রিকার আলজিরিয়ায় আমেরিকার দূতাবাসে ‘ডেপুটি চিফ অফ মিশন’ পদে রয়েছেন। তার আগে পূর্ব ইউরোপের আর এক দেশ স্লোভানিয়ায় আমেরিকার দূতাবাসে একই পদে ছিলেন তিনি। ইরাক, পাকিস্তান, আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহিতেও কূটনৈতিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।