সেরগেই লাভরভ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করলেন রুশমন্ত্রী সেরগেই লাভরভ। তাঁর বক্তব্য, এখন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তবে তা পরমাণু যুদ্ধে পরিণত হবে। তা যদি হয়, তা হলে বিপদ বাড়বে।
সেরগেইয়ের এই মন্তব্য শুধু আশঙ্কা না কি বিশ্বের শক্তিশালী দেশগুলিকে প্রচ্ছন্ন সতর্কবার্তা, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে। অনেকেরই ধারণা, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য যে ভাবে রাশিয়াকে অর্থনৈতিক চাপ দেওয়া শুরু করেছে ইউরোপ-আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলি, তাতে ভবিষ্যতের কথা ভেবে কিছুটা চাপে রয়েছে রাশিয়া। এই পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কথা বলে আসলে আশঙ্কা নয় পশ্চিমী দেশগুলিকে একটি সম্ভাবনার কথাই জানিয়েছে রাশিয়া।
প্রসঙ্গত, ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছেন, ‘‘রাশিয়া যুদ্ধক্ষেত্রে সফল হতে পারে, তবে ভবিষ্যতে দীর্ঘদিন এই সিদ্ধান্তের দাম দিতে হবে তাদের।’’ বাইডেন এ কথাও বলেন যে, ‘‘রাশিয়া ভাবতেও পারছেন না আগামী দিন কতটা কঠিন হতে চলেছে!’’