ছবি: রয়টার্স।
মঙ্গলবার ভোরের আলো ফুটতেই কিভের বসতি এলাকা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে বোমাবর্ষণ করে রুশ বায়ুসেনা। রুশ হামলায় ১৬ তলার এটি বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বহুতলের ভিতরে আটকে পড়েছেন অনেকে। এমনই দাবি করেছে কিভ প্রশাসন। আটকে পড়া বাসিন্দাদের দ্রুত উদ্ধারের কাজ চালানো হচ্ছে।
ইউক্রেন সেনার তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, বোমাবর্ষণের সঙ্গে গোলাবর্ষণও সমানতালে চলছে। পরিস্থিতি ভয়াবহ পশ্চিম কিভের সিভাতোসিনস্কি জেলা এবং লাগোয়া শহর ইরপিনে। এ ছাড়াও হোসটোমেল এবং বুচাতেও রুশ সেনারা রাতভর হামলা চালিয়েছে বলে কিভের প্রশাসনিক কর্তা ওলেক্সি কুলেবা দাবি করেছেন।
হোসটোমেলে এক সাধারণ নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে বলে ইউক্রেনীয় সেনার তরফে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, যে বাসগুলি করে শহর ছাড়ছিলেন নাগরিকরা সে রকম চারটি বাস লক্ষ্য করে রুশ সেনারা গুলি চালায় বলেও অভিযোগ। ভোরের আলো ফুটতেই পর পর তিনটি জোরালো বিস্ফোরণ হয় কিভে। তার পর মুহুর্মুহু বোমাবর্ষণ।