taliban

Ashraf Ghani: কপ্টার ও চার গাড়ি ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন গনি, বলছে রাশিয়া

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার তাজিকিস্তানে তাঁকে ঢুকতে না দেওয়ায় ওমানে গিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৯:০১
Share:

ফাইল ছবি

রবিবার তালিবান বাহিনীর কাবুল দখল নিশ্চিত হতেই চারটি গাড়ি আর একটি হেলিকপ্টার-ভর্তি প্রচুর নগদ অর্থ নিয়ে দেশ ছেড়েছেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি। তবে চপারে জায়গার অভাবে সব টাকাপয়সা তিনি নিয়ে যেতে পারেননি। কিছু রেখেও গিয়েছেন বাসভবনে। কাবুলের রুশ দূতাবাসের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে বলে খবর সংবাদ সংস্থা সূত্রে।

Advertisement

দেশত্যাগ করে গনি কোথায় গিয়ে উঠেছেন, তা নিয়ে জল্পনা চলছেই। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার তাজিকিস্তানে তাঁকে ঢুকতে না দেওয়ায় ওমানে গিয়ে উঠেছেন তিনি। এর পর তাঁর গন্তব্য আমেরিকা। দেশ ছেড়ে পালিয়ে নেটমাধ্যমে গনি লিখেছিলেন, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।

এই জল্পনার আবহেই কাবুলের রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেনকো বলেন, ‘‘ওই চারটি গাড়িতে শুধু টাকাই ছিল। একটি হেলিকপ্টারেও টাকা ভরে নিয়ে যাওয়া হয়েছে। টারম্যাকে প্রচুর টাকা পড়ে থাকতে দেখা গিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement